Ajker Patrika

চালের বাজারে আবার অস্থিরতা, বাড়ছে দাম

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫: ২৯
চালের বাজারে আবার অস্থিরতা, বাড়ছে দাম

নওগাঁয় চালের বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। বাড়ছে দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নতুন করে আবারও প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মোটা চালের দাম পাইকারিতে দুই-তিন টাকা এবং খুচরা বাজারে পাঁচ-ছয় টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে অন্য পণ্যের মতো চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে ধান-চাল পরিবহন ও উৎপাদনে খরচ বেড়ে গেছে। এ ছাড়া বর্তমানে সরবরাহ কমায় বাজারে ধানের দামও বাড়তি। ধানের দাম বেড়ে যাওয়া এবং পরিবহনের বাড়তি খরচ সমন্বয় করে উৎপাদন খরচ বেশি হওয়ায় চালের দাম বৃদ্ধি পাচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের দাবি, তেলের মূল্যবৃদ্ধি এবং মিলাররা অতিরিক্ত মুনাফার আশায় চাল মজুত করে রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুচরা বাজারে চাহিদামতো তাঁরা চাল সরবরাহ পাচ্ছেন না। মোকামে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

গতকাল বুধবার নওগাঁর পৌর চাল বাজারের খুচরা মার্কেট ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে ৫০ টাকার নিচে কোনো চাল মিলছে না। সম্পা কাটারি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭২, জিরা ৬০ থেকে ৬৫, বিআর-২৮ প্রতি কেজি ৫৪ থেকে ৫৭, স্বর্ণা-৫ প্রতি কেজি ৫৪ থেকে ৫৬ টাকা এবং খাটো দশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২ টাকায়। এ ছাড়া বাজারে মোটা চালের সরবরাহ একেবারে নেই বললেই চলে। চাল বাজারে ক্রেতাদের আনাগোনাও কম।

দফায় দফায় চালের দাম বাড়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা চালের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ক্রেতা আব্দুর রহিম বলেন, ‘আমাদের আয় বাড়েনি। এরই মধ্যে বেড়েছে প্রতিটি সবজির দাম। সেই সঙ্গে চালের বাজারও অস্থির। পরিবার-পরিজন নিয়ে আমাদের কষ্ট করে বেঁচে থাকতে হচ্ছে।’

জানা গেছে, জেলার পাইকারি চালের মোকামগুলোতে মোটা চালের (স্বর্ণা-৫, হাইব্রিড স্বর্ণা) দাম প্রতি বস্তায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চালের দাম প্রতি বস্তায় ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। ২ সপ্তাহ আগে যে স্বর্ণা-৫ বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা। এ ছাড়া জিরা চাল প্রতি বস্তা বিক্রি হয়েছে ৩ হাজার ৫০ টাকায়, তা এখন ৩ হাজার ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাটারিভোগ শর্টার প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়।

এদিকে চালের মূল্য বৃদ্ধির জন্য মিলমালিকদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, কিছু ব্যবসায়ী ও মিলাররা চাল মজুত ও সিন্ডিকেট করে বাজার আরও ঊর্ধ্বমুখী করেছে। তাঁদের দাবি, মিলাররা চালের দাম বাড়ানোয় বাধ্য হয়ে তাঁদের চাল বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

খুচরা চাল ব্যবসায়ী মো. সাদেক হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর মিলগেটে বস্তাপ্রতি (৫০ কেজি) মোটা চালের দাম ২০০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা।

চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেলকন গ্রুপের ব্যবস্থাপক আবু ওয়াহিদ হোসেন আলাল বলেন, সরবরাহ কমে যাওয়ায় বাজারে ধানের দাম বেড়েছে। এ ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাড়তি পরিবহন খরচ সমন্বয় করে মিল পর্যায়ে চালের দাম প্রতি কেজিতে এক থেকে দুই টাকা বাড়ানো হয়েছে।

নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘মিলারদের মধ্যে ধান কেনার প্রতিযোগিতা থাকায় ধানের দাম বেড়েছে। অন্যদিকে পরিবহন খরচ বেড়ে যাওয়াটা চালের দাম বাড়ার অন্যতম কারণ। এ পরিস্থিতিতে চালের দাম কমার কোনো সম্ভাবনা দেখছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত