Ajker Patrika

১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪: ৩১
১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৯ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার চান্দলায় মাছের বাজারে এ মাছ জব্দ করা হয়। এ সময় দুই মাছ ব্যবসায়ীকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার চান্দলায় মাছের বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১৯ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এসব মাছ মজুত ও বিক্রির দায়ে মো. মাসুম বিল্লাহ ও ফরিক চাঁন্দ নামের দুই মাছ ব্যবসায়ীকে ২ হাজার করে জরিমানা করা হয়। পরে সেগুলো মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, ‘আফ্রিকান মাগুর মাছ আমাদের দেশে নিষিদ্ধ। এ প্রজাতির মাছ দেশীয় মাছ, পোনা ও পুকুরের অন্য জীব খেয়ে ফেলে। যে সব মাছ পুকুরের অন্য জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে তা আমদানি, উৎপাদন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত