Ajker Patrika

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩১
Thumbnail image

মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা সামসুজ্জামান পনিরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার চেয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরের সঞ্চালনায় প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

জানা যায়, আট শতাংশ জমির ওপর উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা (নগর) জামে মসজিদ স্থাপিত। শতবর্ষী এ মসজিদের পাশেই ৯৩ শতাংশ ফসলি জমি রয়েছে। যার মালিকানা মসজিদের। ইমামের বেতন, মসজিদের সংস্কার ও বিভিন্ন ব্যয় নির্বাহ করা হয় ওই ৯৩ শতাংশ জমির আয় দিয়ে। দীর্ঘদিন ধরে সাংবাদিক পনির সেই মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি সেই মসজিদের ওপর লোলুপ দৃষ্টি পড়ে গুয়াখোলা গ্রামের ফরিদ সরকার ও তাঁর ভাতিজা শাকিলুর রহমান ও আতিকুর রহমানের। আতিকুর একজনকে জমির মালিক এবং একজনকে ভুয়া মোতোয়ালি বানিয়ে মুন্সিগঞ্জ আদালতে ওই জমির মালিকানা দাবি করে মামলা করেন। পরে আদালত তাঁদের পক্ষে রায় দেন। মসজিদ কমিটি ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। যা এখনো চলমান। ওই রায়ের ঘটনায় পনিরের নেতৃত্বে গুয়াখোলা এলাকাবাসী ফরিদ সরকার গংদের বিরুদ্ধে মানববন্ধনও করেন।

আরও জানা যায়, সম্প্রতি ফরিদ পনিরকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মুন্সিগঞ্জ আমলি আদালতে মামলা করেন। পরে আদালত পনিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর প্রতিবাদে সভা ও মানববন্ধন হয়েছে।

প্রতিবাদ সভায় ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ইত্তেফাক সংবাদদাতা নুরুল ইসলাম খোকনসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা, মামলা প্রত্যাহার এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত