Ajker Patrika

৩৭ জনের মনোনয়নপত্র দাখিল, মেয়র পদে ১

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১: ২৬
৩৭ জনের মনোনয়নপত্র দাখিল, মেয়র পদে ১

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন মেয়র পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রফিকুল আলম কামাল।

রামগড় উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র জানায়, গতকাল মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ ৯ অক্টোবর থেকে বাড়িয়ে গতকাল ১০ অক্টোবর পর্যন্ত ছিল। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮৬১ ও মহিলা ১০ হাজার ২৫ জন।

এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রফিকুল আলম কামাল জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের নিকট উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা একেএম আলীম উল্যাহ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর, সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় ১ নম্বর ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত