Ajker Patrika

‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩০
‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হলো উইলিয়াম শেক্‌সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’। গত রোববার রাত ৮টায় নাটকটির প্রদর্শনী শুরু হয়।

সৈয়দ শামসুল হকের অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা ছিল নাটকটি।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মামুনুল হক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, সহযোগী অধ্যাপক ড. কামাল উদ্দীন, সহকারী অধ্যাপক ফারজানা নাজ, ইমন তোকদার প্রমুখ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রযোজনাটির আরও প্রদর্শনীর প্রত্যাশা ব্যক্ত করেন নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত