Ajker Patrika

বেদেদের পাশে ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪: ০৮
বেদেদের পাশে ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’

নড়াইলে বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’। গত শনিবার বিকেলে সংগঠনটির উদ্যোগে বেদেদের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শহর সংলগ্ন ঘোড়াখালি এলাকায় বেদে পল্লিতে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় ডিসি বেদেপল্লি ঘুরে সবার খোঁজখবর নেন। শিশুদের মাঝে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন। পাশাপাশি দ্রুতই বেদেদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ জানান, প্রায় এক বছর ধরে নড়াইলের বেদে সম্প্রদায়ের মানুষের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছেন তাঁরা। তাঁদের উদ্যোগে ‘স্বপ্নের পাঠশালা’ নামক অবৈতনিক পাঠশালা গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের সাত শিক্ষার্থী সপ্তাহে চার দিন এখানে পাঠদান করেন। এই পাঠশালার মাধ্যমে বেদে সম্প্রদায়ের শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষকে পড়ালেখা শেখানো হচ্ছে। পাঠদানের বিরতিতে শিশুদের জন্য রয়েছে টিফিনের ব্যবস্থা। এ পর্যন্ত ছয়টি বেদে বহরের মাঝে পাঠদান দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ২০০ বেদে সাক্ষরতার আওতায় এসেছেন। বেদে সম্প্রদায়ের অভিভাবকদের মাঝে বাল্যবিবাহের কুফলসহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বিষয় সম্পর্কেও আলোচনা করা হয় এখানে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত