Ajker Patrika

টিভি যখন স্মার্ট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ২০
টিভি যখন স্মার্ট

স্মার্ট টিভি দেখতে সাধারণ এলইডি টিভির মতোই। তবে মনে রাখতে হবে, এলইডি টিভিমাত্রই স্মার্ট টিভি নয়। এলইডি টিভিতে ইন্টারনেট ব্যবহার করা গেলে, তবেই সেটা স্মার্ট টিভি। এলসিডি (লিক্যুইড ক্রিস্টাল ডিসপ্লে) টিভির উন্নত সংস্করণই এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভি। সাধারণভাবে বলা যায়, এলইডি টিভির রেজল্যুশন ভালো। এতে ফ্লুরোসেন্ট আলোর বদলে বিশেষ ধরনের ব্যাকলাইট থাকে। এলইডি টিভি বিদ্যুৎসাশ্রয়ী। ডিসপ্লে ইউনিটের আকার ছোট হয় বলে এলইডির আকার বেশি পাতলা হয়।

স্মার্ট টিভিতে ইন্টারনেট যুক্ত করে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা যায়। এ ধরনের টিভির পর্দার আকার বড় হওয়ার কারণে বিভিন্ন ভিডিও স্ট্রিমিং অ্যাপের বা প্ল্যাটফর্মের ছবি, ওয়েবসিরিজ ইত্যাদি দেখা যায় বড় আকারে আরও ভালোভাবে।

মেইল পাঠানো, ফেসবুক ব্রাউজ করা ও গেমও খেলা যায় এসব টিভিতে। কিছু কিছু টিভিতে স্মার্ট লাইট, স্মার্ট লক ফিচার ও স্মার্ট স্পিকারও যুক্ত থাকে। ফলে ছবি ও শব্দ পাওয়া যায় সাধারণ টিভির চেয়ে ভালো।

এলইডি টিভি শুধু ডিসপ্লে ডিভাইস হিসেবে কাজ করে। ব্লু রে প্লেয়ার, টিভি বক্স ও কেব্‌ল টিভি বক্স দিয়ে ভিডিও দেখা যায়। অধিকাংশ স্মার্ট টিভির হোম স্ক্রিনে অ্যাপ সার্চ করা যায়। এগুলো ফ্রি ডাউনলোডও করা যায়। স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার ক্ষেত্রে অ্যাকাউন্ট সেট করার প্রয়োজন পড়ে।

স্যামসাংয়ের স্মার্ট টিভির অপারেটিং সিস্টেম টাইজেন। জাপানিজ ব্র্যান্ড সনি ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যাপল টিভির অপারেটিং সিস্টেমের নাম টিভিওএস।

ফ্ল্যাট টিভি সেট কীভাবে করবেন
কত উঁচুতে সেট করবেন তা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এর সঙ্গে টিভি থেকে বসার স্থানের দূরত্ব, টিভি দেখার অ্যাঙ্গেল ও টিভির আকারও মাথায় রাখতে হবে।
মাটি থেকে কত ফুট ওপরে টিভি বসাবেন তা মাপজোখ করে দেখতে হবে। সোফা থেকে দূরত্ব কত হবে তা টিভির আকারের ওপর নির্ভর করে। টিভির সঙ্গে বসার জায়গার সঠিক দূরত্ব বের করতে হলে টিভির আকারকে শূন্য দশমিক ৫৫ দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে দূরত্বের হিসাব। দাঁড়িয়ে নয়; বরং বসে টিভি দেখার সময় চোখ স্ক্রিন বরাবর রাখতে হবে।

 স্মার্ট টিভি কেনার আগে
সব জিনিসেরই ভালো-মন্দ দিক থাকে। স্মার্ট টিভিও এর বাইরে নয়।

  • স্মার্ট টিভিতে ইন্টারনেট চালাতে হলে ওয়াই-ফাই বেশ শক্তিশালী হতে হবে।
  • ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের টিভি, ভিন্ন ভিন্ন অ্যাপ ও সেবা সাপোর্ট করে। প্রতিটি ব্র্যান্ডের অপারেটিং সিস্টেমও আলাদা। তাই কেনার আগে দেখে নিতে হবে আপনার পছন্দের ব্র্যান্ডের টিভি কোন কোন অ্যাপ ও সেবা সাপোর্ট করবে।
  • ইন্টারনেট থাকায় স্মার্ট টিভিও হ্যাক হওয়ার আশঙ্কা থাকে। স্মার্ট টিভি ইউজার অ্যাকটিভিটি ট্র্যাক করে। যেমন কত সময় অনুষ্ঠান দেখে কাটান, সে বিষয়ে তথ্য নেয় নেটফ্লিক্স। তাই নিরাপদ থাকতে ঘন ঘন পাসওয়ার্ড বদলাতে হবে। সুবিধা থাকলেও অনলাইন কেনাকাটা ও অনলাইন ব্যাংকিং না করাই ভালো স্মার্ট টিভি থেকে।
  • ফোন ও কম্পিউটারের মতো টিভিতেও সফটওয়্যার আপডেট দিতে হয়।

স্মার্ট টিভির সুবিধা

  • খুব সহজেই টিভি অনুষ্ঠানের পর্ব রেকর্ড করে রাখা যায়।
  • টিভির সঙ্গে মোবাইল ফোন ও ট্যাবলেট যুক্ত করা যায়। ফলে মোবাইল ফোন ও ট্যাবলেটে থাকা কনটেন্ট টিভিতে দেখা যায়। মোবাইলে থাকা গান শুনতেও টিভির স্পিকার কাজে লাগানো যায়। অ্যাডাপ্টরের সঙ্গে এইচডিএমআই কেব্‌ল যুক্ত করে স্মার্টফোন ও ট্যাবলেটের কনটেন্ট স্মার্ট টিভিতে নেওয়া যায়।
  • কিছু কিছু টিভি থেকে মোবাইলে কনটেন্ট পাঠানো যায়।
  • স্মার্ট টিভিতে ইন্টারনেট ব্যবহার না করলেও চলে। কেব্‌ল বক্স বা অ্যানটেনার সঙ্গে যুক্ত করে টিভিতে অনুষ্ঠান দেখা যায়।

যত্নআত্তি

  • প্রতিটি টিভিরই নির্দিষ্ট মেয়াদ থাকে। অধিকাংশ টিভি ৬৫ হাজার ঘণ্টা চালানো যায়। তাই অযথা টিভি চালু রাখবেন না।
  • ব্রাইটনেস বাড়িয়ে রাখবেন না। তাতে টিভির আয়ু কমে যাবে।
  • পাতলা তোয়ালে দিয়ে নিয়মিত ধুলাবালু মুছে নিন। ভুলেও পানি ব্যবহার করবেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত