Ajker Patrika

দ্বিতীয় ইউনিটে পঞ্চম স্তরের ঢালাই শেষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭
দ্বিতীয় ইউনিটে পঞ্চম স্তরের ঢালাই শেষ

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কনটেইনমেন্টে পঞ্চম স্তরের কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রোসাটমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসেমের কর্মীরা বিরতিহীন ২৩ ঘণ্টা কাজ করে ৮৫০ ঘনফুট শেলফ কম্প্যাক্টিং এই কংক্রিট মিশ্রণ ঢালাই করেছেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য দুটি ইউনিট থাকবে। যার প্রতিটিতে স্থাপিত হবে নতুন প্রজন্মের সর্বাধুনিক রুশ ভিভিইআর রিয়্যাক্টর। প্রতিটি রিয়্যাক্টরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। আধুনিক নকশার এই রিয়্যাক্টর সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। এ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে রুশ রাষ্ট্রীয় করপোরেশন রসাটমের প্রকৌশল শাখা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, অভ্যন্তরীণ কনটেইনমেন্টের পঞ্চম স্তরে এলিভেশনে কংক্রিট ঢালাইয়ের কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে ট্রেস্ট রসেমের বিশেষজ্ঞদের উচ্চ পেশাদারি ও নির্মাণ সাইটে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। ফলে পঞ্চম স্তরের কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে অভ্যন্তরীণ কনটেইনমেন্টের সিলিন্ডার আকৃতির কাঠামোর কাজ শেষ হয়েছে।

আলেক্সি দেইরি আরও বলেন, ‘অভ্যন্তরীণ কনটেইনমেন্ট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থাপনার একটি অন্যতম অংশ। যা পরিবেশে তেজস্ক্রিয়তা নির্গমন রোধ করে। পরবর্তী ধাপে এই ইউনিটের ডোম স্থাপন করা হবে। বর্তমানে কনটেইনমেন্ট ডোমের বিভিন্ন অংশের নির্মাণকাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামী বছরের প্রথমার্ধেই অভ্যন্তরীণ কনটেইনমেন্টে ডোম স্থাপনের কাজ সম্পন্ন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত