এস এম নূর মোহাম্মদ, ঢাকা
এবার হাইকোর্টে আবেদন ছাড়াই আদেশ জালিয়াতির ঘটনা ঘটেছে। বিচারপতির স্বাক্ষর জাল করে তৈরি করা ওই আদেশে নোয়াখালী জেলা আদালতে চলা একটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের কথা বলা হয়েছে। একটি পক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়তে এলে বিষয়টি ধরা পড়ে।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, জালিয়াতির ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে মামলা করা হয়েছে। পুলিশ কনস্টেবল মঞ্জুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁকে মামলায় আসামি করা হবে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর আল ইনসাফ পোল্ট্রি নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ নোমানের বিরুদ্ধে মামলা করেন শরীফ আল মামুন নামের এক ব্যক্তি। চেক ডিজঅনারের অভিযোগে করা ওই মামলার নম্বর ৫৭৫/২০২২। মামলাটি বর্তমানে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। সম্প্রতি মামলার বাদী শরীফ জানতে পারেন মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশে দেখা যায়, গত ৬ এপ্রিল মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেওয়া হয়েছে। তা সংশ্লিষ্ট শাখা থেকে বিচারিক আদালতে পাঠানো হয় ২৭ আগস্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে লড়তে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে খোঁজ নিয়ে জানতে পারেন, এ রকম কোনো আদেশ দেননি হাইকোর্টের ওই বেঞ্চ।
আদালত সূত্র জানায়, বিষয়টি ওই বেঞ্চের বেঞ্চ কর্মকর্তাকে জানানো হলে সংশ্লিষ্ট শাখার (ক্রিমিনাল মিস) সুপারকে ডেকে জানতে চাওয়া হয়। সুপার জানান, এই মামলার আদেশের নথি আইনজীবীর সহকারী রুহুল আমিন ও বিচারপতি মোহাম্মদ আলীর গানম্যান (দেহরক্ষী) মঞ্জুরুল নিয়ে গিয়েছিলেন। তারপর শাখা থেকে আদেশটি জেলা আদালতে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলা স্থগিতের ভুয়া আদেশ তৈরি করে তাতে বিচারপতি ফাতেমা নজীবের স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আইনজীবীর সহকারী রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। তবে বিচারপতি মোহাম্মদ আলীর গানম্যান মঞ্জুরুল ঘটনা সম্পর্কে জানতেন না বলে জানান। গতকাল তাঁদের দুজনকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবার হাইকোর্টে আবেদন ছাড়াই আদেশ জালিয়াতির ঘটনা ঘটেছে। বিচারপতির স্বাক্ষর জাল করে তৈরি করা ওই আদেশে নোয়াখালী জেলা আদালতে চলা একটি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিতের কথা বলা হয়েছে। একটি পক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়তে এলে বিষয়টি ধরা পড়ে।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, জালিয়াতির ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে মামলা করা হয়েছে। পুলিশ কনস্টেবল মঞ্জুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁকে মামলায় আসামি করা হবে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর আল ইনসাফ পোল্ট্রি নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ নোমানের বিরুদ্ধে মামলা করেন শরীফ আল মামুন নামের এক ব্যক্তি। চেক ডিজঅনারের অভিযোগে করা ওই মামলার নম্বর ৫৭৫/২০২২। মামলাটি বর্তমানে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। সম্প্রতি মামলার বাদী শরীফ জানতে পারেন মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশে দেখা যায়, গত ৬ এপ্রিল মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেওয়া হয়েছে। তা সংশ্লিষ্ট শাখা থেকে বিচারিক আদালতে পাঠানো হয় ২৭ আগস্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে লড়তে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে খোঁজ নিয়ে জানতে পারেন, এ রকম কোনো আদেশ দেননি হাইকোর্টের ওই বেঞ্চ।
আদালত সূত্র জানায়, বিষয়টি ওই বেঞ্চের বেঞ্চ কর্মকর্তাকে জানানো হলে সংশ্লিষ্ট শাখার (ক্রিমিনাল মিস) সুপারকে ডেকে জানতে চাওয়া হয়। সুপার জানান, এই মামলার আদেশের নথি আইনজীবীর সহকারী রুহুল আমিন ও বিচারপতি মোহাম্মদ আলীর গানম্যান (দেহরক্ষী) মঞ্জুরুল নিয়ে গিয়েছিলেন। তারপর শাখা থেকে আদেশটি জেলা আদালতে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলা স্থগিতের ভুয়া আদেশ তৈরি করে তাতে বিচারপতি ফাতেমা নজীবের স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আইনজীবীর সহকারী রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। তবে বিচারপতি মোহাম্মদ আলীর গানম্যান মঞ্জুরুল ঘটনা সম্পর্কে জানতেন না বলে জানান। গতকাল তাঁদের দুজনকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫