Ajker Patrika

করোনায় আরও ৬ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৯
করোনায় আরও ৬ জনের মৃত্যু

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় ধাপে এটিই এখন পর্যন্ত জেলায় সর্বোচ্চ মৃত্যু। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে আরও ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল যশোর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ এসব তথ্য জানান।

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ যশোর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত যশোর সদর হাসপাতালের রেড জোনে ও ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আরও ২ জন মারা গেছেন।

মৃতরা হলেন যশোর শহরের রেলগেট এলাকার হায়দার আলী, সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আবুল হোসেন, বাঘারপাড়ার খলসী গ্রামের শাহিদা বেগম, ঝিকরগাছার বহিরামপুর গ্রামের রমজান, মনিরামপুরের ওহাব গাজী ও কেশবপুরের বাবর আলী। মৃতদের সবার বয়স ৬২ থেকে ৭২ বছরের মধ্যে।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ আরও জানান, রেড জোনে মারা যাওয়া ওহাব গাজী দুই ডোজ এবং রমজান এক ডোজ করে করোনার টিকা নিয়েছিলেন। বর্তমানে হাসপাতালের রেড জোনে ১২ জন এবং ইয়েলো জোনে ২০ জন রোগী চিকিৎসাধীন।

সিভিল সার্জনের মুখপাত্র মো. রেহেনেওয়াজ বলেন, ‘গতকাল প্রাপ্ত ফলাফলে যশোরে ৩২১টি নমুনা পরীক্ষা করে ১৩০টিতে করোনা পজিটিভ এসেছে। এগুলোর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০৬ টিতে ৮৫ এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১১৫টি নমুনার মধ্যে ৪৫টি নমুনায় করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০.৪৯ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত