Ajker Patrika

৪ জনের ২৮ হাজার টাকা জরিমানা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ৪৮
৪ জনের ২৮ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী ও মহাসড়ক দিয়ে অতিরিক্ত পণ্য পরিবহনের জন্য ৪ জনের ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা ও মহাসড়কে অতিরিক্ত পণ্য নিয়ে গাড়ি চালানোর জন্য ৪ জন চালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এ অর্থদণ্ড করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র রায়সহ থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত