Ajker Patrika

আলী আমজাদ স্কুলে কার্নিভাল ১৮ ফেব্রুয়ারি

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০২
আলী আমজাদ স্কুলে কার্নিভাল ১৮ ফেব্রুয়ারি

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানটি ২০২০ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ফলে ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে ‘কানির্ভাল ২০২২ ’-এর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের জন্য স্কুল চত্বরে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা হবে। এ ছাড়া বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান রয়েছে।

কানির্ভাল অনুষ্ঠানটি এই বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হবে। দিনব্যাপী পর্যায়ক্রমে অতিথি এবং সাবেক শিক্ষার্থীদের বক্তৃতা, স্মৃতিচারণ, লটারি, ফটো শুটসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফানুশ, আতশবাজি, ডিজে, ধামাইল অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...