প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৪৭ রানের জবাবে ১৯৫ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। অজিদের লিড নিজেদের নাগালের মধ্যে রাখার স্বপ্নই দেখছিল ইংলিশরা। সেটা আর হয়নি। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা এগিয়ে ১৯৬ রানে। এর বড় কৃতিত্ব ট্রাভিস হেডের। পাল্টা আক্রমণে ইংলিশ বোলারদের দিশেহারা করে অ্যাশেজের ইতিহাসে তৃতীয় দ্রুততম ৮৫ বলে সেঞ্চুরি করেন হেড।
তবে হেডের সেঞ্চুরি ছাপিয়ে ব্রিসবেন টেস্টে আলোচনায় ‘নো বল’। মানসিক অবসাদ থেকে অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন বেন স্টোকস। প্রত্যাবর্তনে তাঁর ব্যাটিং ভুলে যাওয়ার মতো হলেও বোলিংয়ে নিজের প্রথম ওভারের চতুর্থ বলে উইকেটের দেখা পান স্টোকস। গ্যাবায় ‘নো বল’ বিতর্কের শুরুটাও এই বলে ডেভিড ওয়ার্নারের আউট দিয়ে। টিভি রিপ্লেতে দেখা যায় বলটা ‘নো’ ছিল। শুধু এটিই নয়; একই ওভারের প্রথম তিন বলসহ স্টোকসের প্রথম স্পেলের ৩১ বলের ১৪টিই ‘ওভার স্টেপ’! আম্পায়ার ‘নো বল’ ধরতে পেরেছেন মোটে দুটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি বলে ‘নো’ যাচাই করার কথা থাকলেও কারিগরি ত্রুটিতে গ্যাবায় সেটা পারেননি থার্ড আম্পায়ার। দায়িত্বটা তাই ছিল মাঠের দুই আম্পায়ারের।
বিতর্কের মাঝে ব্রিসবেনের টেস্টের আলোর পুরোটাজুড়ে হেড। পাঁচ নম্বর পজিশনে উসমান খাজার সঙ্গে লড়াই করে জায়গা পেয়েছেন একাদশে। দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ৩১তম ফিফটি ৬ রানের জন্য ২৫তম সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি ওয়ার্নার। অধিনায়ক প্যাট কামিন্সের আস্থার প্রতিদান দিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ওয়ার্নারের তিন অঙ্ক ছুঁতে না পারার হতাশা ভুলিয়ে দিয়েছেন হেড। ইংলিশদের কাঁধে রানের বোঝা চাপিয়ে দেওয়ার কাজটা আজও তাঁকে করতে হবে।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৪৭ রানের জবাবে ১৯৫ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। অজিদের লিড নিজেদের নাগালের মধ্যে রাখার স্বপ্নই দেখছিল ইংলিশরা। সেটা আর হয়নি। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা এগিয়ে ১৯৬ রানে। এর বড় কৃতিত্ব ট্রাভিস হেডের। পাল্টা আক্রমণে ইংলিশ বোলারদের দিশেহারা করে অ্যাশেজের ইতিহাসে তৃতীয় দ্রুততম ৮৫ বলে সেঞ্চুরি করেন হেড।
তবে হেডের সেঞ্চুরি ছাপিয়ে ব্রিসবেন টেস্টে আলোচনায় ‘নো বল’। মানসিক অবসাদ থেকে অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন বেন স্টোকস। প্রত্যাবর্তনে তাঁর ব্যাটিং ভুলে যাওয়ার মতো হলেও বোলিংয়ে নিজের প্রথম ওভারের চতুর্থ বলে উইকেটের দেখা পান স্টোকস। গ্যাবায় ‘নো বল’ বিতর্কের শুরুটাও এই বলে ডেভিড ওয়ার্নারের আউট দিয়ে। টিভি রিপ্লেতে দেখা যায় বলটা ‘নো’ ছিল। শুধু এটিই নয়; একই ওভারের প্রথম তিন বলসহ স্টোকসের প্রথম স্পেলের ৩১ বলের ১৪টিই ‘ওভার স্টেপ’! আম্পায়ার ‘নো বল’ ধরতে পেরেছেন মোটে দুটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি বলে ‘নো’ যাচাই করার কথা থাকলেও কারিগরি ত্রুটিতে গ্যাবায় সেটা পারেননি থার্ড আম্পায়ার। দায়িত্বটা তাই ছিল মাঠের দুই আম্পায়ারের।
বিতর্কের মাঝে ব্রিসবেনের টেস্টের আলোর পুরোটাজুড়ে হেড। পাঁচ নম্বর পজিশনে উসমান খাজার সঙ্গে লড়াই করে জায়গা পেয়েছেন একাদশে। দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ৩১তম ফিফটি ৬ রানের জন্য ২৫তম সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি ওয়ার্নার। অধিনায়ক প্যাট কামিন্সের আস্থার প্রতিদান দিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ওয়ার্নারের তিন অঙ্ক ছুঁতে না পারার হতাশা ভুলিয়ে দিয়েছেন হেড। ইংলিশদের কাঁধে রানের বোঝা চাপিয়ে দেওয়ার কাজটা আজও তাঁকে করতে হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪