Ajker Patrika

২০ সূচকের ১৭ টিতেই পিছিয়ে বাংলাদেশ: এমসিসির প্রতিবেদন

আজকের পত্রিকা ডেস্ক
২০ সূচকের ১৭ টিতেই পিছিয়ে বাংলাদেশ: এমসিসির প্রতিবেদন

অর্থনৈতিক স্বাধীনতা, ন্যায়সংগত শাসন ও জনকল্যাণে বিনিয়োগের ক্ষেত্রে ২০ সূচকের ১৭টিতেই আদর্শ মানদণ্ড থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের (এমসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২০২৩-২৪ অর্থবছরের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এমসিসি যুক্তরাষ্ট্রের একটি উন্নয়ন সংস্থা। ২০০৪ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। এটি যুক্তরাষ্ট্রের আরেক উন্নয়ন সংস্থা ইউএআইডি থেকে আলাদা। যেসব দেশ জনসাধারণের অর্থনৈতিক স্বাধীনতা, সুশাসন এবং জনকল্যাণে বিনিয়োগ করে, সেসব দেশে অর্থসহায়তা দিয়ে থাকে এমসিসি।

কোনো দেশ নিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্য নেয় এমসিসি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউনেসকো, ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউস, বিশ্বব্যাংক এবং গণমাধ্যমকর্মীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইথআউট বর্ডারস (আরএসএফ)। এসব প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই সূচক তৈরি করে এমসিসি।

এমসিসির প্রতিবেদনে অর্থনৈতিক স্বাধীনতার আওতায় আটটি সূচক রয়েছে। এগুলো হলো রাজস্বনীতি, মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রক সংস্থার গুণগতমান, বাণিজ্যনীতি, অর্থনীতিতে লিঙ্গসমতা, ভূমি অধিকার ও মালিকানা, ঋণসুবিধা এবং কাজের সুযোগ। এই আটটির মধ্যে দুটি সূচকে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই দুটি হলো রাজস্বনীতি
 ও মুদ্রাস্ফীতি। বাকি সবগুলো সূচকেই বেশ খারাপ অবস্থানে বাংলাদেশ।

এদিকে ন্যায়সংগত শাসন বিষয়ে ছয়টি সূচক রয়েছে। এগুলো হলো রাজনৈতিক অধিকার, নাগরিক স্বাধীনতা, দুর্নীতি দমন, সরকারের কার্যকারিতা, আইনের শাসন ও তথ্যের স্বাধীনতা। এই ছয়টিতে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। কোনো সূচকেই আদর্শ মানদণ্ড পেরোনো যায়নি। 

এ ছাড়া জনকল্যাণে বিনিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে ব্যয়, শিক্ষা খাতে ব্যয়, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, টিকার হার, নিম্নমাধ্যমিক নারী শিক্ষার হার, শিশু স্বাস্থ্য—ছয়টি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু টিকাদানের হারে ভালো অবস্থানে থাকলেও বাকি কোনো সূচকেই আদর্শ মানদণ্ড পেরোতে পারেনি বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত