Ajker Patrika

আ.লীগ, যুব ও ছাত্রলীগের ১২ নেতাকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৮
আ.লীগ, যুব ও ছাত্রলীগের ১২ নেতাকে অব্যাহতি

নোয়াখালীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত পত্রগুলো ওই ১২ নেতার কাছে পাঠানো হয়।

অব্যাহতি পত্রগুলোতে জানানো হয়, জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আবদুজ জাহেরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জহির খান, সদস্য জিল্লুর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালা মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, সদস্য মো. সাইদ নাঈম, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, মেজর মন্নান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন স্বপন, সদস্য আব্দুর রহমান জিহাদী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সুফি আহমেদ ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ শান্ত। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করার প্রমাণ পাওয়ায় সবাইকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত