সাখাওয়াত ফাহাদ, ঢাকা
বসন্তের আগমনে বিদায় নিচ্ছে শীত। তার ছোঁয়া লেগেছে বইমেলাতেও। বসন্তের কবিতা নিয়ে বইমেলায় হাজির হয়েছেন শতাধিক তরুণ কবি। তাঁদের কবিতার ছন্দে উত্তাল বইমেলা। মেলার প্রায় প্রতিটি স্টলে রয়েছে কবিতার বই। অনেক স্টলে বইয়ের সঙ্গে আছেন কবিরাও। গত নয় দিনে মেলায় ২১৬টি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে।
এবারের মেলায় তরুণ কবিদের বই এসেছে বেশি। তাঁদের ভাবনা ও প্রকাশের আঙ্গিকে আছে নতুনত্ব। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সামসাদ ফেরদৌসীর কবিতার বই ‘স্বপ্ন বুনন’, অন্যপ্রকাশ প্রকাশ করেছে বিথী রহমানের ‘কেঁদে যায় বিকেলের শরীর’, সময় প্রকাশনী প্রকাশ করেছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ‘প্রেমের কবিতা’। এই তিনটি কবিতার বই বিক্রি হচ্ছে বেশি।
গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি শাহির খানের কবিতার বই ‘চিলতে রোদ’। কৈশোর প্রেমের অনুভূতি প্রসঙ্গে কবি লিখেছেন, ‘যতবার তোমার নাম শুনি, ততবার কিয়ামত আসে ভিতরে।’ শাহির খান জানিয়েছেন, কৈশোরের প্রেমের ভেতর দিয়ে আমরা সবাই গিয়েছি। খুব সম্ভবত পৃথিবীতে সুন্দর সময় সেটি। পৃথিবীর আর কোনো ‘হারাম’ মনে হয় এত পবিত্র আর মিষ্টি নয়।
চন্দ্রবিন্দু প্রকাশনীতে দেখা হলো আরেক তরুণ কবি ইয়ার খানের সঙ্গে। ‘আকণ্ঠ পিয়া মর্সিয়া’ তাঁর নতুন কবিতার বই। বই প্রসঙ্গে কবি ইয়ার খান বলেন, ‘আমি ও আমার একাধিক দ্বন্দ্বের সাধনা এই বই। জীবন ও সংঘাতের যে অনিশ্চিত মাধুর্য তা তুলে ধরতে চেয়েছি।’ কবিতার দুটি লাইন শুনিয়ে তিনি বলেন, ‘ইভেন যতবার হয়েছি ঘাস, তুমি হাই হিলে হেঁটে কোরেছো সর্বনাশ।’
ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ভিজ্যুয়াল মিডিয়ার বড় সমস্যা হচ্ছে, মানুষের কল্পনাশক্তিকে অবদমিত করা। এই বিশ্বায়ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে থেকেও যেসব তরুণ নিজেদের কল্পনাকে কাগজে মলাটবদ্ধ করে কবিতার ফ্রেমে নিয়ে আসছেন, তাঁরা মূলত একটা বিদ্রোহও করছেন কল্পনার পক্ষে। যোগাযোগ, আধুনিকতা ও বিশ্বায়নের জটিল যুগে তরুণ কবিরা এখনো কল্পনা, চিন্তা ও ভাবনার সমন্বয়ে নিজেদের অভিব্যক্তি বইয়ের মলাটে বাঁধার চেষ্টা করছেন। এমনটাই মনে করেন তরুণ কবি সৈকত আমীন।
মেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি। এর মধ্যে ৪৮টি কবিতার বই ছাড়াও ২৫টি উপন্যাস ও ২২টি গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে অনিন্দ্য প্রকাশ প্রকাশিত আরকান ফয়সালের ক্রাইম থিলার ‘ডার্ক কিলার’, চলন্তিকা প্রকাশিত পুলক আহমেদের কাব্যগ্রন্থ ‘আত্মকেন্দ্রিক’, সুচয়নী পাবলিশার্স প্রকাশিত মামুনুর রশীদের গল্প ‘ছেলেবেলার কথা’ উল্লেখযোগ্য।
বসন্তের আগমনে বিদায় নিচ্ছে শীত। তার ছোঁয়া লেগেছে বইমেলাতেও। বসন্তের কবিতা নিয়ে বইমেলায় হাজির হয়েছেন শতাধিক তরুণ কবি। তাঁদের কবিতার ছন্দে উত্তাল বইমেলা। মেলার প্রায় প্রতিটি স্টলে রয়েছে কবিতার বই। অনেক স্টলে বইয়ের সঙ্গে আছেন কবিরাও। গত নয় দিনে মেলায় ২১৬টি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে।
এবারের মেলায় তরুণ কবিদের বই এসেছে বেশি। তাঁদের ভাবনা ও প্রকাশের আঙ্গিকে আছে নতুনত্ব। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সামসাদ ফেরদৌসীর কবিতার বই ‘স্বপ্ন বুনন’, অন্যপ্রকাশ প্রকাশ করেছে বিথী রহমানের ‘কেঁদে যায় বিকেলের শরীর’, সময় প্রকাশনী প্রকাশ করেছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ‘প্রেমের কবিতা’। এই তিনটি কবিতার বই বিক্রি হচ্ছে বেশি।
গ্রন্থিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি শাহির খানের কবিতার বই ‘চিলতে রোদ’। কৈশোর প্রেমের অনুভূতি প্রসঙ্গে কবি লিখেছেন, ‘যতবার তোমার নাম শুনি, ততবার কিয়ামত আসে ভিতরে।’ শাহির খান জানিয়েছেন, কৈশোরের প্রেমের ভেতর দিয়ে আমরা সবাই গিয়েছি। খুব সম্ভবত পৃথিবীতে সুন্দর সময় সেটি। পৃথিবীর আর কোনো ‘হারাম’ মনে হয় এত পবিত্র আর মিষ্টি নয়।
চন্দ্রবিন্দু প্রকাশনীতে দেখা হলো আরেক তরুণ কবি ইয়ার খানের সঙ্গে। ‘আকণ্ঠ পিয়া মর্সিয়া’ তাঁর নতুন কবিতার বই। বই প্রসঙ্গে কবি ইয়ার খান বলেন, ‘আমি ও আমার একাধিক দ্বন্দ্বের সাধনা এই বই। জীবন ও সংঘাতের যে অনিশ্চিত মাধুর্য তা তুলে ধরতে চেয়েছি।’ কবিতার দুটি লাইন শুনিয়ে তিনি বলেন, ‘ইভেন যতবার হয়েছি ঘাস, তুমি হাই হিলে হেঁটে কোরেছো সর্বনাশ।’
ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন ভিজ্যুয়াল মিডিয়ার বড় সমস্যা হচ্ছে, মানুষের কল্পনাশক্তিকে অবদমিত করা। এই বিশ্বায়ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়ে থেকেও যেসব তরুণ নিজেদের কল্পনাকে কাগজে মলাটবদ্ধ করে কবিতার ফ্রেমে নিয়ে আসছেন, তাঁরা মূলত একটা বিদ্রোহও করছেন কল্পনার পক্ষে। যোগাযোগ, আধুনিকতা ও বিশ্বায়নের জটিল যুগে তরুণ কবিরা এখনো কল্পনা, চিন্তা ও ভাবনার সমন্বয়ে নিজেদের অভিব্যক্তি বইয়ের মলাটে বাঁধার চেষ্টা করছেন। এমনটাই মনে করেন তরুণ কবি সৈকত আমীন।
মেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি। এর মধ্যে ৪৮টি কবিতার বই ছাড়াও ২৫টি উপন্যাস ও ২২টি গল্পের বই রয়েছে। এগুলোর মধ্যে অনিন্দ্য প্রকাশ প্রকাশিত আরকান ফয়সালের ক্রাইম থিলার ‘ডার্ক কিলার’, চলন্তিকা প্রকাশিত পুলক আহমেদের কাব্যগ্রন্থ ‘আত্মকেন্দ্রিক’, সুচয়নী পাবলিশার্স প্রকাশিত মামুনুর রশীদের গল্প ‘ছেলেবেলার কথা’ উল্লেখযোগ্য।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪