Ajker Patrika

ছাত্রদের গায়ে হাত দিলে বসে থাকব না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৭
ছাত্রদের গায়ে হাত দিলে বসে থাকব না

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে ছাত্রদের গায়ে যদি হাত দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, তাহলে আমরা কেউ আর ঘরে বসে থাকব না। ছাত্রদের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সড়কে মানুষ হত্যা ও নির্বাচনের নামে নৈরাজ্য বন্ধ এবং শিক্ষার্থীদের ন্যায়সংগত ১১ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগর জেএসডি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আ স ম রব বলেন, সড়কে নির্বিচারে ছাত্র হত্যা, গণমানুষের অধিকার কেড়ে নেওয়া সর্বোপরি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন হুমকিতে, তখন ছাত্ররা অবশ্যই রাজপথে নামবে। সমাজের প্রয়োজনে, রাষ্ট্র মেরামতের জন্যই ছাত্ররা রাজপথে নামছে।

তিনি বলেন, ‘গত কয়েক বছরের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য থেকে পরিলক্ষিত হচ্ছে, অদূর ভবিষ্যতে ন্যায়বিচারের নিশ্চয়তাসহ শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনে অনুঘটকের ভূমিকায় অবতীর্ণ হবে এ দেশের ছাত্র সমাজ। ছাত্রদের ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

আ স ম রব আরও বলেন, ‘নির্বাচনী নাটকের নামে মানুষ হত্যা বন্ধ করতে হবে। মানুষ হত্যা কখনো কাম্য নয়। এই শোষণমূলক রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে জনগণের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। সকল মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার উপযোগী রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। তাহলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত