Ajker Patrika

বর্ণিল ঘুড়িতে রাঙল আকাশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১২: ১৬
বর্ণিল ঘুড়িতে রাঙল আকাশ

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার মাগুরার মহম্মদপুরে ঘুড়ি উড়ানোর উৎসব হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর কামারপাড়া মাঠে দেখা যায় শিশু কিশোর ও তরুণ-তরুণীদের আনাগোনা। প্রায় দেড় শতাধিক প্রতিযোগীর মধ্যে চলে ঘুড়ির লড়াই।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো এই ঘুড়ি উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন লক্ষ্মীপুর স্পোর্টস ক্লাব। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি শেখ মো. শওকতুজ্জামান সৈকতের পৃষ্ঠপোষকতায় ও লক্ষ্মীপুর স্পোর্টস ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই উৎসবের উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু।

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মাট ১২১টি ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। ঘুড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফরিদপুরের ইব্রাহীমের পতম ঘুড়ি। তিনি একই সুতায় একসঙ্গে ১০২টি ঘুড়ি উড়িয়ে হাজারা দর্শকদের মধ্যে চাঞ্চল্য ও আনন্দের খোরাক জোগান। ২য় স্থান অধিকার করেন লক্ষ্মীপুর গ্রামের ইকরামুলের প্যাঁচা ঘুড়ি এবং তৃতীয় স্থানে রাজিবুল ইসলামের হাতনে ঘুড়িটি।

বালিদিয়া ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান মিনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হাসন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক শেখ মো. ঈদুল, দীঘা ইউপি চেয়ারম্যান মো. খোকন মিয়া, পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান সিকান্দার আলী মনি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত