Ajker Patrika

বিয়ের তিন দিন আগে সড়কে প্রাণ গেল যুবকের

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ১৩
Thumbnail image

গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেলের প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের। এ সময় তাঁদের সঙ্গে মোটরসাইকেলে থাকা আরও চারজন আহত হয়েছেন। গত শুক্রবার সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রাজীব সরকার (২৫) ও রাহুল সরকার (২২)। রাজীব ওই গ্রামের চাঁন মিয়া সরকারের দ্বিতীয় ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আগামী সোমবার পার্শ্ববর্তী নরসিংদী সদর উপজেলা লাখপুর এলাকার এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। অপর নিহত রাহুল কাতার প্রবাসী। তিনি চাঁন মিয়া সরকারের চাচাতো ভাই হাসান সরকারের ছেলে। আগামী মঙ্গলবার তাঁর কাতারে ফিরে যাওয়ার কথা ছিল।

এ দুর্ঘটনায় আহত আসলাম (২৮), নাঈম (৩০), সোলায়মান (৪০) ও নাঈম (২৮) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহত রাজীব সরকারের ছোট ভাই নাহিদ সরকার বলেন, ‘আমরা এলাকার সমবয়সীরা মিলে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিলাম। শুক্রবার সকালে আমাদের পার্শ্ববর্তী গ্রামের ইকুরিয়া হাইস্কুল মাঠে খেলায় অংশগ্রহণ করার জন্য রাজীব ভাইয়ের মোটরসাইকেল নিয়ে আমি খেলতে যাই। তার ঘণ্টা দু-এক পরে রাহুল ভাই তাঁর মোটরসাইকেলে করে রাজীব ভাইকে সঙ্গে নিয়ে আমাদের খেলা দেখতে আসেন।’

নাহিদ বলেন, ‘খেলা শেষে হলে রাহুল ভাই, রাজীব ভাই ও আসলাম ভাই মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন। অপর মোটরসাইকেলে নাঈম, সোলায়মান ও নাঈম নামের আরেক ভাই রওনা হন। তাঁদের মধ্যে প্রতিযোগিতা ছিল কে আগে বাড়ি ফিরবেন। বাড়ি থেকে ৩০০ গজ দূরে এসে রাজীব ভাইদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।’

নিহত রাজীবের ভাই বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি রাহুল ভাইকে অটোরিকশায় শুইয়ে রাখা হয়েছে। দ্রুত দুজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগেই রাহুল ভাই মারা গেছেন বলে জানান সেখানকার চিকিৎসক। আর রাজীব ভাইকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা পঙ্গু হাসপাতালে শুক্রবার রাতে ভাই সেখানে মারা যান।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, দুর্ঘটনাটি যেহেতু প্রতিযোগিতার কারণে ঘটেছে, তাই কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে নিহত দুজনের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, ‘উঠতি বয়সী ছেলেরা কোনো আইন-কানুন না মেনে মোটরসাইকেল চালাচ্ছেন। এ বিষয়ে তাঁদের সতর্ক করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ভবিষ্যতে আরও জোরালোভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এক মোটরসাইকেলে দুজনের বেশি থাকতে পারবেন না এবং সবাইকে হেলমেট পরে মোটরসাইকেল চালাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত