Ajker Patrika

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে আহত ২

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০: ০৮
Thumbnail image

মোহাম্মদপুরে পৃথক ঘটনায় দুজন ছুরিকাহত হয়েছেন। এর মধ্যে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন মো. রনি এবং পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করা হয় রবিউল হাসান কালুকে। গত বৃহস্পতিবার রাতে এ দুটি ঘটনা ঘটে। রনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও আহত কালু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রনি জানান, পরিবার নিয়ে হাজারীবাগ পানির পাম্পের পাশে একটি বাসায় ভাড়া থাকেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকায় কেনাকাটা করতে যান। ফেরার পথে এক বন্ধুর সঙ্গে দেখা করতে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় যান। অটোরিকশা থেকে নামার পরপরই সাত-আটজন যুবক তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে তাঁরা হাত, পা ও পিঠে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে আহত কালুর স্ত্রী ফাতেমা আক্তার জানান, তাঁর প্রথম স্বামী টিপু সুলতান তাঁকে দিয়ে গাঁজা বিক্রি করাতে চান। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত টিপু গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জিয়া উদ্যানের মোড়ে টিপুসহ চার-পাঁচজন কালুকে ছুরিকাঘাত করেন। আহত কালুকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, দুটি বিষয়েই বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত