বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এই রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে একের পর এক চোট ব্রাজিলিয়ান সুপারস্টারকে বারবার হতাশ করেছে। পিএসজিকে জেতাতে পারেননি চ্যাম্পিয়নস লিগ। ব্রাজিলকে এনে দিতে পারেননি ‘হেক্সা’।
২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেও কাঁদতে হয়েছিল নেইমারকে। টাইব্রেকারে হেরে সেলেসাওদের বিদায়ে তাঁর কান্নাভেজা চোখ দেখে কেঁদেছিল লাখো ব্রাজিলভক্ত। কাতার বিশ্বকাপের পর পেরিয়ে গেছে সাত মাস। তবু এ ঘটনা ভুলতে পারেননি নেইমার। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরোর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতি উগরে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমারের এই সাক্ষাৎকার প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্রীড়ামাধ্যম গ্লোবো। বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট তিনি তুলে ধরেছেন এভাবে, ‘আমি টানা পাঁচ দিন কেঁদেছি। স্বপ্নভঙ্গ হলে তা খুব কষ্ট দেয়।’ এই কষ্ট থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন নেইমার, ‘সত্যি বলতে, বিশ্বকাপের পর আমি ফিরতে চাইনি (ব্রাজিল দলে)। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি।’
নেইমার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলেছিলেন পুরোপুরি ফিট না হয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়ে দুই ম্যাচের জন্য ছিটকে যান। ব্রাজিলের বিদায়কে জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত মনে করেন নেইমার, ‘এটা আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। একজন আমার পাশে কাঁদছিল, আরেকজন অন্য পাশে। পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছিল। এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে আর যেতে চাই না।’
সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে বেশ মজাও করেছেন নেইমার। কাসিমিরো তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার সন্তান যদি ছেলে হয়, তার কী নাম দেবে?’ নেইমারের উত্তর, ‘মেসি’।
লিওনেল মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুই লাতিন তারকা খেলেছেন বার্সেলানা ও পিএসজিতে। তবে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকা সত্ত্বেও সফল হয়নি ‘পিএসজি প্রজেক্ট’। কী কারণে ব্যর্থ হয়েছে বিশ্বের এই ভয়ংকর আক্রমণ জুটি, সে সম্পর্কে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘গ্যালাকটিকো যুগেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জেতেনি। আমাদের নিয়ে পিএসজি দারুণ এক দল গড়া হয়েছিল। তবে এই ব্যর্থতা সম্পূর্ণ ফুটবলীয়।’
ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে লিগ ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। এরপর আর পিএসজির হয়ে দেখা যায়নি তাঁকে।
বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে রেকর্ড গড়া ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। এই রেকর্ড এখনো অক্ষুণ্ন। তবে একের পর এক চোট ব্রাজিলিয়ান সুপারস্টারকে বারবার হতাশ করেছে। পিএসজিকে জেতাতে পারেননি চ্যাম্পিয়নস লিগ। ব্রাজিলকে এনে দিতে পারেননি ‘হেক্সা’।
২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেও কাঁদতে হয়েছিল নেইমারকে। টাইব্রেকারে হেরে সেলেসাওদের বিদায়ে তাঁর কান্নাভেজা চোখ দেখে কেঁদেছিল লাখো ব্রাজিলভক্ত। কাতার বিশ্বকাপের পর পেরিয়ে গেছে সাত মাস। তবু এ ঘটনা ভুলতে পারেননি নেইমার। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরোর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতি উগরে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমারের এই সাক্ষাৎকার প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ক্রীড়ামাধ্যম গ্লোবো। বিশ্বকাপ থেকে বিদায়ের কষ্ট তিনি তুলে ধরেছেন এভাবে, ‘আমি টানা পাঁচ দিন কেঁদেছি। স্বপ্নভঙ্গ হলে তা খুব কষ্ট দেয়।’ এই কষ্ট থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন নেইমার, ‘সত্যি বলতে, বিশ্বকাপের পর আমি ফিরতে চাইনি (ব্রাজিল দলে)। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি।’
নেইমার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলেছিলেন পুরোপুরি ফিট না হয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়ে দুই ম্যাচের জন্য ছিটকে যান। ব্রাজিলের বিদায়কে জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত মনে করেন নেইমার, ‘এটা আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। একজন আমার পাশে কাঁদছিল, আরেকজন অন্য পাশে। পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছিল। এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে আর যেতে চাই না।’
সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে বেশ মজাও করেছেন নেইমার। কাসিমিরো তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার সন্তান যদি ছেলে হয়, তার কী নাম দেবে?’ নেইমারের উত্তর, ‘মেসি’।
লিওনেল মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। দুই লাতিন তারকা খেলেছেন বার্সেলানা ও পিএসজিতে। তবে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকা সত্ত্বেও সফল হয়নি ‘পিএসজি প্রজেক্ট’। কী কারণে ব্যর্থ হয়েছে বিশ্বের এই ভয়ংকর আক্রমণ জুটি, সে সম্পর্কে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘গ্যালাকটিকো যুগেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জেতেনি। আমাদের নিয়ে পিএসজি দারুণ এক দল গড়া হয়েছিল। তবে এই ব্যর্থতা সম্পূর্ণ ফুটবলীয়।’
ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে লিগ ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। এরপর আর পিএসজির হয়ে দেখা যায়নি তাঁকে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫