Ajker Patrika

নিজেকে চেনালেন নতুন করে

নাসির উদ্দিন খান 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮: ৪৫
নিজেকে চেনালেন নতুন করে

অভিনয়-অন্তঃপ্রাণ নাসির উদ্দিন খান গত বছর ছোট ছোট চরিত্রে অভিনয় করে নিজের উপস্থিতি জানান দেন। এ বছর ‘সিন্ডিকেট’ সিরিজের স্পিনঅফ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের সুবাদে নাসিরের চেনা নামটাই যেন বদলে গেল হুট করে। পরিচিতি পেলেন অ্যালেন স্বপন নামে। 

তানজিকা আমিন 
বছরের শুরুতে আশফাক নিপুনের ‘মহানগর-২’ ওয়েব সিরিজে দিব্য জ্যোতির বড় বোন মিতু চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়ান তানজিকা আমিন। এই সুবাদে ভক্তদের ‘আপা’ হয়ে ওঠেন তানজিকা।

শাহনাজ সুমি
এ বছর ‘বু্কের মধ্যে আগুন’ সিরিজের শবনম চরিত্র দিয়ে ওটিটিতে যাত্রা শুরু শাহনাজ সুমির। বছর শেষে ‘মোবারকনামা’ সিরিজে সুমির অভিনীত সুরাইয়ার চরিত্রটি বিশেষভাবে নজর কেড়েছে দর্শকের।

আব্দুল্লাহ আল সেন্টু 
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে জাদু চরিত্রে অভিনয় করে সবাইকে নিজের অভিনয় জাদুতে মুগ্ধ করেছেন আব্দুল্লাহ আল সেন্টু। অ্যানথোলজি সিরিজ ‘‌প্রচলিত’র দ্বিতীয় গল্প ‘বিলাই’তেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। 

মোস্তফা সরয়ার ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে এ বছর পাওয়া গেছে নতুন পরিচয়ে। নিজের পরিচালিত ‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত