Ajker Patrika

পদ্মা সেতুর কাজ বাকি আর মাত্র ২ শতাংশ

তানজিল হাসান, মুন্সিগঞ্জ
আপডেট : ১৬ জুন ২০২২, ১৬: ৪৭
পদ্মা সেতুর কাজ বাকি আর মাত্র ২ শতাংশ

স্বপ্নের পদ্মা সেতুর আর মাত্র ২ শতাংশ কাজ বাকি আছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মূল সেতুর ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। আর পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৮ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৯৪ দশমিক ১৫ শতাংশ। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি ৯২ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮২ দশমিক ৮৩ শতাংশ। এ ছাড়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণ, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ সংরক্ষণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। সেতুর পানি নিরোধকের কাজ ও ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ শতভাগ শেষ হলেও অল্প বাকি আছে মূল সেতুর পিচ ঢালাই, গ্যাসলাইন স্থাপন ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন বসানোর কাজ। মূল সেতুর পিচ ঢালাই ৩ শতাংশ, গ্যাসলাইন বসানোর কাজ ১ শতাংশ ও বিদ্যুৎ লাইন বসানোর কাজ ১৬ শতাংশ বাকি আছে।

প্রকৌশলী আব্দুল কাদের জানান, প্রায় ২০ ধরনের কাজ চলমান আছে পদ্মা সেতুর। তার মধ্যে বড় কাজ হিসেবে শুধু ভায়াডাক্টের পিচ ঢালাইকাজ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইনের কাজ। ভায়াডাক্টের পিচ ঢালাইকাজ বাকি আছে প্রায় অর্ধেক। এটা শেষ হবে মে মাসের শেষের দিকে।

প্রকৌশল সূত্রে জানা গেছে, মূল সেতু ও ভায়াডাক্টের প্যারাপেট ওয়ালের ওপর অ্যালুমিনিয়ামের গার্ড, রোড মার্কিং ও সাইন ওয়ার্ক, রেল ওয়াকওয়ের মেইনটেন্যান্স, বৈদ্যুতিক সাবস্টেশন, মালামাল অনার্দ্র রাখার ব্যবস্থাপনা, সার্ভিস ডাকস্ট (সেতুর ভেতর দিয়ে বিভিন্ন ধরনের তার/লাইন নেওয়ার কাজ), বৃষ্টির পানিপ্রবাহের নালা, আর্কিটেকচারাল লাইটিংসহ বেশ কিছু কাজ চলমান থাকবে। সেতুর উদ্বোধনের সঙ্গে এসব খুব বেশি সংশ্লিষ্ট নয়।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

জুন মাসে মূল সেতুতে যানবাহন চালু করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্টিল ও কংক্রিটের তৈরি দ্বিতল পদ্মা সেতু নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১২ হাজার ৪৯৩ কোটি টাকা। এপ্রিল মাস পর্যন্ত মোট ব্যয় হয়েছে ১১ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি। তবে পুরো প্রকল্পে মোট বাজেট ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ২৭ হাজার ৩৪০ কোটি ৬৭ লাখ টাকা।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত