Ajker Patrika

জাটকা জব্দের সময় ফাঁকা গুলি কোস্টগার্ডের

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
জাটকা জব্দের সময় ফাঁকা গুলি কোস্টগার্ডের

পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি মাছ বাজার থেকে জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এক রাউন্ড ফাঁকা গুলি হয়।

গত রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা চারদিক থেকে ঘিরে ফেলায় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা একটি ফাঁকা গুলি করেছে বলে দাবি কর্তৃপক্ষের।

বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ নিয়ে কয়েকটি ট্রলার বন্দরে আসে এবং ভোররাতে তাঁরা মাছ বিক্রি শুরু করেন। হঠাৎ সেখানে কোস্টগার্ডের একটি দল সিভিল পোশাকে আড়তে আসে। পরে সেখানে ৬-৭ জন ব্যবসায়ীর ৬৮ মণ (প্রায় সাড়ে ৫ হাজার কেজি) ইলিশ মাছ ট্রলারে তুলে নেয়। এরপর ঘটনাস্থল ত্যাগ করার সময় স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের বাঁধা দেন। এ সময় তাঁরা এক রাউন্ড ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেন। বিক্রির জন্য রাখা ইলিশের মধ্যে সামান্য কিছু মাছ ছোট ছিল বলে দাবি ইকবালের। বড় মাছগুলো রেখে যাওয়ার জন্য অনেক অনুরোধ করার পরও কোস্টগার্ড সদস্যরা এতে কর্ণপাত করেননি বলে দাবি করেন তিনি।

গুলির শব্দে আড়তে আসা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে দাবি আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আকনের। কোস্টগার্ডের সঙ্গে মৎস্য বিভাগ কিংবা পুলিশ প্রশাসনের লোকজন থাকলে এ ঘটনা ঘটত না বলে দাবি তার।

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রহমান জানান, অবৈধভাবে আহরিত জাটকা বিক্রির সময় সেগুলো বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে উদ্ধার করে কোস্টগার্ড। এরপর সেগুলো ভান্ডারিয়ার ৬টি এতিমখানায় বিতরণ করা হয়। কোস্টগার্ড সদস্যদের সংখ্যা কম হওয়ায়, জাটকা নিয়ে আসার সময় স্থানীয়রা তাঁদের ঘিরে ধরে। তখন আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত