Ajker Patrika

‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬: ৫৩
‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ জন্য বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের দুঃশাসনের অবসান ঘটাতে হবে।

গতকাল বিকেলে গোলাপগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি হলে গোলাপগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাসান ইমাদের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান হেলাল ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আশিক চৌধুরী, কাইয়ুম চৌধুরী, আব্দুল মন্নান, মাহবুবুর রব চৌধুরী, ফয়ছল আহমদ চৌধুরী, সামিয়া চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, জেলা যুবলদের সভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ, আবুল কাশেম, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল গফুর, সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, মনিরুজ্জামান উজ্জ্বল, আতাউর রহমান উতু, আমিন উদ্দিন, মামুনুর রশিদ রশিদ মামুন, মামুন আহমদ রিপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত