Ajker Patrika

চোলাই মদের কারখানা ধ্বংস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০০
চোলাই মদের কারখানা ধ্বংস

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে একটি অবৈধ চোলাই মদের কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৭। অভিযানকালে কারখানাটি ধ্বংস করার পাশাপাশি তিন কোটি টাকার ১০ হাজার লিটার চোলাই মদ এবং ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বিদ্যুৎ খন্দকার (২৬)। তিনি সীতাকুণ্ডের পূর্ব হাসনাবাদ এলাকার বাসিন্দা।

গত শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, অভিযানকালে ভাটিয়ারী এলাকার কামাল (৫০) ও মামুন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

মো. নুরুল আবছার আরও বলেন, অভিযানকালে মাদক তৈরির কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিন কোটি টাকা মূল্যের ১০ হাজার লিটার চোলাই মদ এবং ৪০ হাজার লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলা করে থানায় হস্তান্তর করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত