Ajker Patrika

দুই কিমিতে অগুনতি খানাখন্দ

মোমেন খান, শিবপুর, নরসিংদী
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১২: ০৫
দুই কিমিতে অগুনতি খানাখন্দ

সংস্কারের অভাবে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির ২ কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোটবড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, আয়ুবপুর ইউনিয়নের শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া ইউনিয়নের পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কে অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।

সড়কটির একপ্রান্তে জেলার বৃহত্তম পশুর হাট পুটিয়া বাজার এবং অপর প্রান্তে রয়েছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বাজারের ক্রেতা বিক্রেতা ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া এ অঞ্চলের মানুষের নরসিংদী সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। চলাচলের উপযোগী করতে দ্রুত এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।

অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, সড়কে অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষও কষ্ট পেয়ে যান। অনেক সময় এ সড়ক দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।

ভ্যানচালক জাকির হোসেন সাদ্দাম বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার করি, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়।’

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম বলেন, সড়কের এমন বেহাল দশার জন্য প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়টি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।

আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, সংস্কারের অভাবে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে নরসিংদী সদর ও পুটিয়া বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।

উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কার করাসহ প্রশস্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয় হতে অনুমোদন পেয়েছি। কাজের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।

উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত