Ajker Patrika

চাঁদপুরে সহিংসতায় আহত একজনের মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৮: ৫৮
চাঁদপুরে সহিংসতায় আহত একজনের মৃত্যু

চাঁদপুরের হাইমচরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আহত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় প্রাণহানি বেড়ে তিনজন হলো। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

চাঁদপুরের হাইমচর উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম মো. মিজান গাজী।

স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের দিন উপজেলার আলগী ইউনিয়নের জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় মিজান গাজী আহত হন। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা গত রাতে আজকের পত্রিকাকে বলেন, মিজান গাজীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। রাতেই মামলা হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তাঁর লাশ দাফন করা হয়েছে। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

এর আগে নির্বাচনের দিন হাইমচরের নীলকমল ইউনিয়নে একজন ও কচুয়ায় সংঘর্ষে গুরুতর আহত একজন বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...