Ajker Patrika

‘ব্যালটে হাত দিলে কঠোর হস্তে দমন’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
‘ব্যালটে হাত দিলে কঠোর হস্তে দমন’

ব্যালটে কেউ হাত দিলে কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান এ কথা বলেন।

ইশরাত জাহান আরও বলেন, ভোট হবে অবাধ সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর। সব প্রার্থী ও তাঁদের সমর্থকদের আচরণবিধি মানতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ধর্মঘর-চৌমুহনী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার বেগ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত