Ajker Patrika

ইউপি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি হামলা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ৪৭
ইউপি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি হামলা

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পাল্টা পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

এ হামলায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয় বলে জানা গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের দেবীপুর গ্রামের ডিশলাইন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় স্বতন্ত্র প্রার্থী দিপুর সমর্থক শুভ, মারুফ, ইউনুস ও সাগর এবং আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন বাহাদুরের সমর্থক জেলা ছাত্রলীগ নেতা ইমাম হোসেন রাসেল, ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিন ও রহমত উল্যাহসহ ৮ জন আহত হন বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী দিপুর অভিযোগ, ‘২০-৩০টি মোটরসাইকেলের মহড়া নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বাহাদুর ডিশলাইন এলাকায় আসেন। এ সময় বাহাদুরের নেতৃত্বে উচ্ছৃঙ্খল কর্মীরা আমার অফিসের চেয়ার টেবিল, দরজা-জানালা ভাঙচুর করেন। এ সময় তাঁরা আমার সমর্থকের ওপর হামলা করেন।’ এ ছাড়া অফিস ভাঙচুরের সময় মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা স্থানীয় কয়েকজন ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন দিপু।

এ দিকে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন বাহাদুর বলেন, ‘সর্দার পাড়ায় উঠান বৈঠক শেষে আমরা ৩টি মোটরসাইকেলে করে ডিসলাইন এলাকা হয়ে যাচ্ছিলাম। এ সময় স্বতন্ত্র প্রার্থী দিপুর কয়েকজন কর্মী আমাদের থামান। কোনো কিছু বুঝে ওঠার আগে তাঁরা আমাদের ওপর হামলা চালান। একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে।’

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত