ওয়েবে অভিষেক হচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন মুক্তি পাবে সুমন ধরের ওয়েব সিনেমা ‘শেষ চিঠি’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ইয়াশ রোহান ও দীঘি। ইয়াশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘ইয়াশ সম্পর্কে আগেই জানি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় আমাদের প্রথম দেখা। এরপর একসঙ্গে শুটিং করেছি। সেই অভিজ্ঞতাও বেশ ভালো।’
গত বছর উত্তরার একটি শুটিং হাউসে এবং ৩০০ ফুট এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। দীঘি বলেন, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। এর মধ্যে আরও কয়েকটি ওয়েব সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।’
‘শেষ চিঠি’র গল্প কেমন জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি আর ইয়াশ অভিনয় করেছি স্বামী-স্ত্রীর ভূমিকায়। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে সিনেমার গল্প। নিত্যদিনের অভাব, সম্পর্কের টানাপোড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, ঢাকা শহরে বাস করা মানুষের সঙ্গে কতটা মিলে যায়।’
শিশুশিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ শিশুশিল্পী হিসেবে দীঘির প্রথম সিনেমা। এরপর বহু সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন দীঘি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আরও আছে ‘মুজিব ভাই’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ কয়েকটি সিনেমা।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
ওয়েবে অভিষেক হচ্ছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২ জুন মুক্তি পাবে সুমন ধরের ওয়েব সিনেমা ‘শেষ চিঠি’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ইয়াশ রোহান ও দীঘি। ইয়াশের সঙ্গে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, ‘ইয়াশ সম্পর্কে আগেই জানি। তবে চুক্তি স্বাক্ষর করার সময় আমাদের প্রথম দেখা। এরপর একসঙ্গে শুটিং করেছি। সেই অভিজ্ঞতাও বেশ ভালো।’
গত বছর উত্তরার একটি শুটিং হাউসে এবং ৩০০ ফুট এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। দীঘি বলেন, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। এর মধ্যে আরও কয়েকটি ওয়েব সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে প্রথমটি মুক্তির আগে কোনো ওয়েবের কাজ হাতে নিতে চাইনি।’
‘শেষ চিঠি’র গল্প কেমন জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি আর ইয়াশ অভিনয় করেছি স্বামী-স্ত্রীর ভূমিকায়। সাবেরী আলম আমার শাশুড়ি। একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার ঘটনা নিয়ে সিনেমার গল্প। নিত্যদিনের অভাব, সম্পর্কের টানাপোড়েন, লাল-নীল স্বপ্ন নিয়েই প্রতিটি চরিত্র বেড়ে উঠেছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, ঢাকা শহরে বাস করা মানুষের সঙ্গে কতটা মিলে যায়।’
শিশুশিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ শিশুশিল্পী হিসেবে দীঘির প্রথম সিনেমা। এরপর বহু সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন দীঘি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় দেখা গেছে তাঁকে।
মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের শৈশবের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় আরও আছে ‘মুজিব ভাই’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ কয়েকটি সিনেমা।
বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪