Ajker Patrika

‘স্বাধীনতাবিরোধী শক্তি এই হামলা চালিয়েছে’

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৩০
‘স্বাধীনতাবিরোধী শক্তি এই হামলা চালিয়েছে’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, নোয়াখালীর চৌমুহনীতে যে ঘটনা ঘটেছে, তা কোনো ধর্মের মানুষ করতে পারে না। কেননা কোনো ধর্ম এমন হামলা-ভাঙচুর সমর্থন করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, সেই অপশক্তি এই হামলা চালিয়েছে। যারা স্বাধীনতাবিরোধী শক্তি, তারা এই হামলা চালিয়েছে। এরা মানুষ নয়, এরা পশুর থেকেও অধম।

গত বৃহস্পতিবার রাতে মন্ত্রী নোয়াখালীর চৌমুহনীতে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পৌর মিলনায়তনে এক আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদের খবর রাখছেন। তিনি আমাদের অগোচরে বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সঙ্গে কথা বলেন। তিনি মাদ্রাসা শিক্ষকদের বেতনের জন্য ৫০৭ কোটি টাকা দিয়েছেন।’

জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ, দিনাজপুর-১ আসনের সাংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।

এর আগে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।

এ সময় হামলার ঘটনায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারকে নগদ ৫০ হাজার করে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেন প্রতিমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত