Ajker Patrika

অভয়নগরে ধাওয়া পাল্টা ধাওয়া

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০: ৪৮
অভয়নগরে ধাওয়া পাল্টা ধাওয়া

যশোরের অভয়নগরে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন।

তবে উপজেলা নির্বাচন কর্মকর্তার দাবি, ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গতকাল রোববার ভোটের দিন সকাল ৮টা থেকে উপজেলার ৮ ইউনিয়নে ভোট শুরু হয়। দিনের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়া ও লাঠির আঘাতে কয়েকজন আহত হন। এ ঘটনায় ঘণ্টাখানেক সময় এই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

এ দিকে শ্রীধরপুর ইউপিতে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় থানা ও গোয়েন্দা পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

পরিস্থিতি খারাপের দিকে গেলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে স্বাভাবিক হলে আবার ভোট নেওয়া শুরু হয়। তবে দুই ইউনিয়ন বাদে বাকি ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। এ ছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছেন।’

৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯৮। নারী ভোটার ৭০ হাজার ৯৩৪, পুরুষ ভোটার ৭১ হাজার ১৬৪। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘সকাল থেকে অভয়নগরে ৮ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারেরা উৎসব পরিবেশে ভোট দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত