Ajker Patrika

গানেই বেঁচে থাকবেন কে জি মোস্তফা

গাজী মাজহারুল আনোয়ার গীতিকার
আপডেট : ১০ মে ২০২২, ০৮: ৫২
গানেই বেঁচে থাকবেন কে জি মোস্তফা

‘তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে’ কিংবা ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’-এর মতো কালজয়ী গানের স্রষ্টা কে জি মোস্তফা। এই গানের নিচে আরও কত গান চাপা পড়ে গেল। আত্মার গল্প শুনতে হলে নিজস্ব মাটির গন্ধই নিতে হবে। এইখানে মানুষের যে প্রেম-আকাঙ্ক্ষা, তাতে মেলোডি সুরের গান প্রয়োজন, গীতিময়তা প্রয়োজন। কে জি মোস্তফা সেটা বেশ ভালোভাবে বুঝতেন। গীতিকারের সফলতা—যদি তিনি অনেকের অনুভূতি চুম্বকের মতো তুলে ধরতে পারেন। মনকে নাড়া দিতে না পারলে সে গানের দোলা কিছুদূর পর্যন্ত লাগে, তারপর থেমে যায়। কে জি মোস্তফার গানের দোলা অনেক দূর পর্যন্ত লাগে।

আমাদের শিল্প-সংস্কৃতিতে কে জি মোস্তফার অনবদ্য অবদান রয়েছে। তিনি সর্বজন পরিচিত একজন মানুষ ছিলেন। ওনার প্রতিভাকে যেন আমরা সম্মান জানাতে পারি। সাংস্কৃতিক অঙ্গনে আমরা এখন একটা ক্রাইসিসে আছি। বিশেষ করে সংগীতাঙ্গনে। এই সময়ে ওনাদের মতো ব্যক্তিত্বের বড় প্রয়োজন। গুণীজনদের সম্মান জানাতে জানলে জাতি সম্মানিত হয়, সংস্কৃতি সমৃদ্ধ হয়। আমি আশা করব, এসব প্রতিভাবান মানুষের নাম ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, প্রজন্মের পর প্রজন্ম তাঁদের কথা জানবে। এই শ্রদ্ধাটুকু যেন গুণীজনেরা মৃত্যুর পরেও পান। আমার সঙ্গে ব্যক্তিগতভাবেও বেশ ভালো সম্পর্ক ছিল তাঁর। সামগ্রিকভাবেই তিনি একজন ভালো মানুষ ছিলেন। তাঁর কর্মেও সেই প্রমাণ রেখে গেছেন। কে জি মোস্তফা সবার মনে গেঁথে থাকবেন তাঁর গান দিয়ে, তাঁর কাজের মধ্য দিয়ে।

গীতিকার হিসেবে পরিচিতি থাকলেও কে জি মোস্তফা একজন সফল সাংবাদিক এবং কলামিস্ট ছিলেন। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তাঁর লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মোস্তফার ফিল্মের গানগুলোও জনপ্রিয়। তাঁর গানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদ এবং বাংলাদেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছন।

-অনুলিখন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত