Ajker Patrika

হঠকারিতা

সম্পাদকীয়
হঠকারিতা

লালনভক্ত মানুষের প্রতি ধর্মান্ধ ও ক্ষমতাবান হঠকারীরা বহু সময়ে এক জোট হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের ক্ষতিসাধন করেছে। সে রকমই আরেকটি ঘটনার দেখা পাওয়া গেল কুষ্টিয়ায়। স্বামীর কবরের পাশে নিজের জমিতেই যে ঘর গড়েছিলেন চায়না বেগম, সেই ঘর ভেঙে দিয়েছেন গ্রামের মেম্বার-মাতবররা।

এটা সংগীতের প্রতি বিদ্বেষ নাকি ৮০ বছর বয়সী চায়না বেগমকে আশ্রয়হারা করতে পারলে জায়গাটা নিজেরা দখল করে নিতে পারবেন তারই পাঁয়তারা, সেটা কোনো একসময় বোঝা যাবে নিশ্চয়ই। কিন্তু এ প্রবণতাটি যে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের মেম্বার-মাতবরদের চরিত্রকে উলঙ্গ করে প্রকাশ করেছে, সেটা বলে দিতে হয় না।

মানসিকতায় কতটা নিকৃষ্ট হলে একজন বয়োবৃদ্ধ নারীকে ভিটেছাড়া করার মতো ঘটনা কেউ ঘটাতে পারে, তা বুঝতে হলে এই মনস্তত্ত্বকেও বুঝতে হবে। যাঁরা গান-বাজনা করে উপার্জন করেন কিংবা যাঁরা কোনো সাধককে গুরু মেনে তাঁর জীবনরীতি বা ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করেন, তাঁদের বিরুদ্ধে ক্ষমতাশালী কিছু মানুষ দাঁড়িয়ে যায়। এলাকার ধর্ম, রাজনীতি এবং আর্থিকভাবে শক্তিশালী কিছু মানুষ দুর্বলের ওপর অত্যাচার করেছেন—এ রকম বহু নজির আছে।

ভাবনার বিষয় হলো, সংগীতের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এ রকম প্রচারণাগুলোর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত হাতে তা প্রতিরোধ করার মতো সামাজিক শক্তি এখন প্রায় নেই বললেই চলে। যে অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভাবনা থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই ভাবনা বহুলাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দেশটিতে যে যার ধর্ম কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি লালন করবে, দেশ গড়ার ক্ষেত্রে সেই অঙ্গীকারটি ছিল। মুশকিল হয়েছে, এখন বিভিন্নভাবে সেই অঙ্গীকার থেকে সরে গিয়ে আবার ধর্মান্ধতার একটা অবয়ব তৈরি হচ্ছে দেশের সর্বত্রই। সময়মতো এই অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়াতে না পারলে এরা সুযোগসন্ধানী হয়ে সব ধরনের দখলদারি কায়েম করে উঠবে।

আজকের পত্রিকায় প্রকাশিত কুষ্টিয়ার এ ঘটনায় দেখা যাচ্ছে যে স্থানীয় মসজিদের ইমামকে সরিয়ে দেওয়া হচ্ছে। তা থেকে অনুমিত হয়, স্থানীয় মেম্বার-মাতবর এবং মসজিদের ইমাম এই ভাঙচুরে ইন্ধন দিয়েছেন; অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় নেতৃত্ব এ ক্ষেত্রে এই নারীর বিরুদ্ধে এককাট্টা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সমঝোতার মাধ্যমে সমাধানের প্রচেষ্টা নেওয়া হচ্ছে, কিন্তু তাতে কি ভাবনার দীনতার আমূল পরিবর্তন ঘটবে? শুরুতে তো ঠিক করতে হবে, যিনি ক্ষমতা বা পেশিশক্তির কারণে দুর্বলকে আঘাত করছেন, তাঁর শাস্তি হলো কি না। পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার ফলে হয়তোবা তাঁরা ক্ষণিকের জন্য ভুল স্বীকার করে একটা আপস ফর্মুলায় যাবেন।

কিন্তু লালনভক্তদের দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের পেশিশক্তির কাছ থেকে রক্ষা করতে সক্ষম হবে কি এই আপস ফর্মুলা?
এ জন্য প্রয়োজন যুক্তিনির্ভর সামাজিক শক্তির উত্থান। সেই শক্তি ষাট এবং সত্তরের দশকে যতটা সজাগ ছিল, বর্তমানে ততটা নেই। এ অবস্থার পরিবর্তন না হলে সমাজ-সংস্কৃতি বিপদে পড়ে যাবে, যা আমরা চাই না একেবারেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত