Ajker Patrika

ওয়াহেদপুর পাহাড়ের প্রত্নস্থান ২৭০০ বছরের পুরোনো

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৩৫
ওয়াহেদপুর পাহাড়ের প্রত্নস্থান ২৭০০ বছরের পুরোনো

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর পাহাড়ের প্রত্নস্থানটি ২ হাজার ৭০০ বছরের পুরোনো। আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ‘নয়া দালান’–এর উদ্যোগে প্রত্নস্থানটি নিয়ে দীর্ঘদিন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েক দফা বিশেষজ্ঞ দলের সদস্যরা প্রত্নস্থানটি খনন করেন। এরপর বয়স নির্ধারণের জন্য আমেরিকার আর্টেমিস টেস্টিং ল্যাবে স্যাম্পল পাঠানো হয়। রিপোর্টে জানানো হয়, এটির বয়স ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৭০০ বছরের পুরোনো। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের প্রচেষ্টায় সরকারি উদ্যোগে প্রত্নস্থানটি খনন প্রক্রিয়া চলছে। এ প্রত্নস্থানটি খননকাজ ত্বরান্বিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘ভৌগোলিক আশীর্বাদ পুষ্ট ষোড়শী কন্যা খ্যাত মীরসরাইয়ের রয়েছে দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য। এগুলো ধরে রাখার পাশাপাশি সরকারের উন্নয়নকাজে নয়া দালানের মতো একটি প্রতিষ্ঠান দরকার ছিল। সফলতার সঙ্গে প্রত্নতত্ত্ব অনুসন্ধান দিয়ে সেটি নয়া দালান করে দেখিয়েছে।’

প্রধান উপদেষ্টা এমডিএম মহিউদ্দিন চৌধুরী নয়া দালানের নামকরণ, উৎপত্তির পটভূমি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে বলেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় জনগণ কীভাবে এই মহাযজ্ঞে নিজেদের সম্পৃক্ত করে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে সেই দিক নির্দেশনা তুলে ধরেন।

এর আগে নয়া দালানের উপদেষ্টা ড. কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা এমডি এম মহিউদ্দিন চৌধুরী সিআইপি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য উপদেষ্টা শেখ আতাউর রহমান, প্রত্নস্থানটির আবিষ্কারক ওসমান গনি এনু ও প্রত্ন বিশেষজ্ঞ ড. আহমেদ আবদুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নয়া দালান সংগঠনের উপদেষ্টা ডা. জামশেদ আলম, শাহ আলম নিপুণ, তাহের আহমেদ, শ্রী কালু কুমার দে, আব্দুল আওয়াল চৌধুরী, কামরুল হাসান এফসিএ, সাংবাদিক নুরুল আলম, রাশেদা আক্তার মুন্নী, মো. আলমগীর, আশরাফ উদ্দিন সোহেল, এজেটএম সাইফুল ইসলাম টুটুল।

উল্লেখ্য, ওয়াহেদপুর গহিন পাহাড়ে প্রাচীন স্থাপনা আবিষ্কারের মধ্যে দিয়ে চট্টগ্রামের ইতিহাস নতুন করে সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত