Ajker Patrika

বাড়ি থেকে অজগরের বাচ্চা উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ৫৭
বাড়ি থেকে অজগরের বাচ্চা উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীর সাগরনালে এক বসতবাড়ি থেকে অজগরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ-পূর্ব সাগরনাল গ্রামের জ্বালানি কাঠ রাখার ঘর থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা বন বিভাগ বিকেলে সাপটিকে পাশের পুটিছড়া বনে অবমুক্ত করে।

জুড়ী বন বিভাগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সাগরনাল গ্রামের সুলতান আহমদ ইমন দুপুরে বাড়ির জ্বালানি কাঠ রাখা ঘরে অজগরের একটি বাচ্চা দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান। পরে স্থানীয় বাসিন্দা মো. মিফতাহ আহমদ লিটন বন বিভাগ ও থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে জুড়ী রেঞ্জের পুটিছড়া বনবিট কর্মকর্তা ও বনকর্মীরা অজগরের বাচ্চাটি উদ্ধার করে পুটিছড়া বনে অবমুক্ত করেন। অজগরের বাচ্চাটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, খবর পেয়ে স্থানীয় অজগরের বাচ্চাটি অবমুক্তের জন্য উদ্ধার করি। যে বাড়িতে পাওয়া গেছে ওই এলাকায় বন রয়েছে। প্রাকৃতিক চলাচল কিংবা মোরগ খাওয়ার জন্য হয়তো ওই বাড়িতে যায় অজগরের বাচ্চাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত