Ajker Patrika

বরখাস্ত ৫, শোকজ ৪৪ জন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮: ১০
বরখাস্ত ৫, শোকজ ৪৪ জন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে ১৪ জনের নামে বিভাগীয় মামলাসহ আরও ৩০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় খনির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বুধবার বিকেলে কয়লা খনি কর্তৃপক্ষ এই আদেশ জারি করে। কর্তৃপক্ষ বলছে, চাকরিবিধি ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত ৫ কর্মকর্তা হলেন সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, শিবলি জামান, ফয়সাল মাহমুদ ও সুশান্ত কুমার।

সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ মার্চ থেকে বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান গেট বন্ধ রয়েছে। এ নিয়ে খনি অভ্যন্তরে বন্দী জীবন-যাপন করা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এদিকে এই বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির এমডি প্রকৌশলী কামরুজ্জামান বলেন, চাকরিবিধি লঙ্ঘন করে কতিপয় কর্মকর্তা উচ্ছৃঙ্খল আচরণ করায় তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত