Ajker Patrika

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শিশুকে বিয়ে

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২: ২০
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শিশুকে বিয়ে

নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের অভিযোগে মামলা থেকে রক্ষা পেতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত মো. আবু সুফিয়ান ওরফে সুজন উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা। তিনি সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের ৩ নম্বর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কোর্ট অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তিনি।

গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সুফিয়ান দূর সম্পর্কের আত্মীয় ষষ্ঠ শ্রেণির ওই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানলে তাঁরা স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ভুক্তভোগী শিশুর মা–বাবা গত বুধবার সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সুবর্ণচর থানার ওসিকে অবহিত করি। ওসি তখন ভুক্তভোগী পরিবারকে থানায় পাঠিয়ে দিতে বলেন।’

চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘ভিকটিম এবং অভিযুক্ত আত্মীয়। শুনেছি, বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে তারা কোর্টে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।’

অভিযোগের বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় আবু সুফিয়ানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রেক্ষাপট যা-ই হোক, একটা বাল্যবিবাহ হচ্ছে বলে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় ছেলেপক্ষ পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আর থানায় অভিযোগ জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত