Ajker Patrika

যানবাহনের লাইসেন্স তল্লাশি শিক্ষার্থীদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ০২
যানবাহনের লাইসেন্স তল্লাশি শিক্ষার্থীদের

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগ আলী এলাকায় এ তল্লাশি কার্যক্রম চালায় তারা।

তল্লাশিতে অংশ নেয় স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী সিটি কলেজ ও টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শতাধিক শিক্ষার্থীরা। এতে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

টঙ্গী সিটি কলেজের শিক্ষার্থী আবরার জাহিন বলেন, ‘চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র না থাকা সত্ত্বেও যানবাহন চলাচল করছে। তাই আমরা চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্রের মেয়াদ দেখে গাড়ি ছেড়ে দিয়েছি।’

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অবস্থান নিয়ে গাড়ির কাগজপত্র ও লাইসেন্স চেক করে। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত