মোহাম্মদ সাফওয়ানুল ইসলাম
বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।
আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?
যা যা লাগবে
ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।
চলো বানাই
প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।
ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!
ক্র্যাফট: লেখক
বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।
আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?
যা যা লাগবে
ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।
চলো বানাই
প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।
ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!
ক্র্যাফট: লেখক
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫