মোহাম্মদ সাফওয়ানুল ইসলাম
বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।
আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?
যা যা লাগবে
ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।
চলো বানাই
প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।
ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!
ক্র্যাফট: লেখক
বসন্তের ফুলবাগানে ঢের আলো ছড়াচ্ছিলেন সূর্যমামা। ওদিকে মেঘরাজ দেখলেন, আরে ফুলগাছের গোড়ায় মাটি প্রায় শুকিয়ে গেছে। সূর্যকে একটু ঠেলে দিয়ে মেঘরাজ বললেন, দেখি সরো তো ভাই, আর তেজ দিয়ো না! মেঘের এই মৃদু গর্জন শুনল ফুলেরাও। মেঘরাজের অনুরোধে বৃষ্টি রানি ফোঁটা ফোঁটা ঝরনাধারায় গাছের ফুল আর সবুজ পাতাকে শীতের ধুলা-ময়লা মুছে সতেজ করে সাজিয়ে তুললেন। আর এই না দেখে সূ্র্য্যি মামা হাসতে হাসতে সেখানে চলে এলেন। বললেন, যাই এবার আমি একটু ঘুমোই গে।
আচ্ছা এমন একটা দৃশ্য় আঁকলে কেমন হয়?
যা যা লাগবে
ওহ হ্যাঁ, জেনে রাখো– পাতলা হার্ডবোর্ড ফার্নিচারের দোকানে, অ্যাক্রিলিক রং, ক্লে ও এম আর গ্লু ষ্টেশনারি দোকানে পাওয়া যায়।
চলো বানাই
প্রথমে হার্ডবোর্ডের ওপরে পেনসিল দিয়ে ফুল, লতা-পাতা, সূর্য, মেঘ ও বৃষ্টি এঁকে নাও। এরপর ক্লে-এর প্যাকেট থেকে কেটে নিয়ে অল্প পরিমাণ ক্লে বের করে নিতে হবে। বাকি ক্লেটা প্যাকেটের মধ্যে রাখতে হবে, কেননা বাইরে রাখলে বাতাসে খুব দ্রুত শুকিয়ে যায়। প্যাকেট থেকে অল্প অল্প বের করে দড়ির আকৃতিতে গড়িয়ে নিতে হবে। এরপর হার্ডবোর্ডে আঁকা ড্রইং অনুযায়ী এম আর গ্লু দিয়ে লাইন দিয়ে যেতে হবে । আঁকা ড্রয়িংগুলোর ওপর ক্লে দিয়ে বানানো দড়িগুলো বসিয়ে দিতে হবে। বসানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এরপর শুকাতে হবে।
ক্লে শুকিয়ে গেলে হার্ডবোর্ডে অ্যাক্রিলিক রং দিয়ে রং করতে হবে। আলোছায়া অনুযায়ী ফুলের রং গাঢ় গোলাপি, পাতার রং সবুজ এবং গাছের ডালে গাঢ় বাদামি রং দিতে হবে। সূর্যের রং গাঢ় লালচে হলুদ, হালকা হলুদ রং আর মাঝে চোখটাকে কালো রং দিতে হবে। মেঘে ধূসর আর সাদা মিশ্রিত রং আর মাঝের চোখগুলোকেও কালো করে দিতে হবে। এই তো হয়ে গেল!
ক্র্যাফট: লেখক
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪