Ajker Patrika

সড়ক-মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সীতাকুণ্ড প্রতিনিধি
সড়ক-মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশ ঘিরে আশপাশের এলাকা লোকারণ্য হওয়ায় নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার দুপুর থেকে পলোগ্রাউন্ড, টাইগারপাস, কাজীর দেউড়ি ও স্টেডিয়াম এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন কর্মজীবীসহ সাধারণ মানুষ।

এদিকে গতকাল সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কে যানবাহন ও চালকের লাইসেন্স যাচাই-বাছাইয়ে তল্লাশি চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় চট্টগ্রামমুখী লেনের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তল্লাশির কারণে মহাসড়কে বিএনপির সমাবেশের উদ্দেশে রওনা করা গাড়িসহ দূর-দূরান্তের শত শত গাড়ি আটকা পড়ে। সকালে মহাসড়কের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় এ তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, দুপুরে সমাবেশস্থল-সংলগ্ন টাইগারপাস ও সিআরবি থেকে নিউমার্কেটমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। সেখানে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। পলোগ্রাউন্ডে জায়গা সংকুলান না হওয়ায় নেতা-কর্মীরা বাইরের সড়কগুলোতে অবস্থান নেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। নেতা-কর্মীদের ভিড়ে সড়কগুলো দিয়ে কোনো যানবাহন সেখানে চলাচল করতে পারেনি। গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনগুলো কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা ব্যবহার করে নিউমার্কেট যেতে দেখা যায়।

এ ছাড়া সমাবেশে আসা লোকজনকে বহনকারী কয়েক শ বাস, মিনিবাস ও ট্রাক সিআরবি, পলোগ্রাউন্ড, টাইগারপাস, কাজীর দেউড়িসহ স্টেডিয়াম এলাকায় রাখায় সেখানকার আশপাশের সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। গাড়ি রাখার জায়গার সংকুলান না হওয়ায় ফ্লাইওভারের ওপরেও বেশ কিছু বাস পার্কিং করে রাখা হয়।

এদিকে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কে যানবাহন ও চালকের লাইসেন্স যাচাই-বাছাইয়ে তল্লাশির কারণে বিএনপির নেতা-কর্মীরা যথাসময়ে সমাবেশে যোগ দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামমুখী লেনের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট থাকায় সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়ে। বেলা ৩টার পর যানজট মহাসড়কের ফৌজদারহাট থেকে কুমিরা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

তল্লাশি ও যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহানো বিএনপির নেতা-কর্মীরা জানান, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী গাড়িতে তল্লাশির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হয়রানির ও ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি সঠিক সময়ে সমাবেশে পৌঁছাতে পারেননি তাঁরা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে তল্লাশির কারণে যানজটের সৃষ্টি হয়নি। ফৌজদারহাট ওভারব্রিজ এলাকায় মহাসড়কের ওপর একটি লরি উল্টে যাওয়ায় চট্টগ্রামমুখী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে বিকেল ৪টার পর যানজট স্বাভাবিক হয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত