Ajker Patrika

এক প্রার্থীর ৩০ নির্বাচনী অফিস, অপসারণের নির্দেশ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ৫৭
এক প্রার্থীর ৩০ নির্বাচনী অফিস, অপসারণের নির্দেশ

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমকে ২৪ ঘণ্টার মধ্যে তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

গত রোববার রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চেয়ারম্যান প্রার্থী ওয়াসিমকে সতর্ক করে লিখিতভাবে এ নির্দেশ দেন।

রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, স্বতন্ত্র প্রার্থী ইউনুস চৌধুরী লিখিত অভিযোগে জানান তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের ৩০টি নির্বাচনী অফিস ও ৩৫টি তোরণ রয়েছে। আমরা সরেজমিনে এর সত্যতা পাই। তাই অভিযুক্ত প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, শরাফত উল্লাহ ওয়াসিম নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা করছেন না। ২৪ ঘণ্টা পার হরেও তিনি তিনটির অধিক নির্বাচনী অফিস ও তোরণ সরিয়ে নেননি। তা ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই তিনি ভোটারদের মধ্যে খাবার ও টাকা বিতরণ করছেন।

স্বতন্ত্র প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম দাবি করেন, তাঁর কর্মী-সমর্থকেরা এসব অফিস স্থাপন করেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তার চিঠি পেয়ে তিনটির অধিক নির্বাচনী অফিস ও সব তোরণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। আর ভোটারদের মধ্যে খাবার ও টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেন ওয়াসিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...