Ajker Patrika

২০২২-এ ফিরে আসা সাবেকি স্টাইল

ফারিয়া এজাজ
২০২২-এ ফিরে আসা সাবেকি স্টাইল

সময়ের সঙ্গে পরিবর্তন আসে সবকিছুতেই। ফ্যাশন জগৎও এর ব্যতিক্রম নয়। তবে শুধুই যে নতুনত্ব আসে তা-ই নয়, বরং ঘুরেফিরে আসে নানান সময়ের নানান ফ্যাশন। পোশাক, গয়না, ফুটওয়্যারসহ সবকিছুতেই ফিরে আসে সেকেলে ফ্যাশন। সেসব ফ্যাশনই ট্রেন্ড হয়ে যায় কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে শুরু করে সবার মাঝে।

ট্রেন্ডে ফিরেছে যেসব ফ্যাশন

হাই-ওয়েস্টেড লুজ জিনস 
ক্যাজুয়াল গেটআপের জন্য মেয়েদের পছন্দের তালিকায় জিনস ওপরের দিকেই আছে। তবে এখন কিশোরী ও তরুণীদের মাঝে যে জিনস ট্রেন্ড চলছে, সেটি হলো হাই-ওয়েস্টেড লুজ ডেনিম জিনস। গাঢ় রঙের ক্রম টপ বা সাটিন/কটন শার্ট দিয়ে ইন করে চিকন বেল্ট ব্যবহার করা হচ্ছে এখন। আবার ইন ছাড়া এই ডেনিম স্টাইলের প্যান্টের আদলে ওয়াইড লেগ ডেনিম পালাজ্জোও পাওয়া যাচ্ছে।

পাফ স্লিভ 
টপস, ব্লাউজ, কামিজ, সোয়েটার থেকে শুরু করে প্রায় সবকিছুতেই এখন তরুণী-কিশোরীদের নতুন ক্রেজ পাফ স্লিভ। সত্তরের দশকের ইংলিশ স্টাইলে জনপ্রিয় এ ফ্যাশনটি বর্তমানে আমাদের দেশীয় পোশাক, যেমন কামিজ, কুর্তি, শাড়ির ব্লাউজে বেশ দেখা যাচ্ছে। 

রাউন্ড গ্লাস-ফ্রেমের চশমা 
সেই ১৯২০ সালে জনপ্রিয়তার তুঙ্গে ছিল এ ধরনের চশমা। এরপর আবার ঘুরে এসেছিল সত্তরের দশকে। সে সময় জন লেনন ও জেনিস জপলিনের মতো তারকাদের দেখাদেখি হাল ফ্যাশনে আবার জায়গা করে নিয়েছিল এই রাউন্ড গ্লাসেস। বর্তমানে ক্যাজুয়াল লুকের সঙ্গে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে এই গ্লাস-ফ্রেমের চশমা।

চোকার
নব্বইয়ের দশকে পপ স্টারদের আইকনিক লুকের বিভিন্ন জিনিসের মধ্যে একটি ছিল চোকার। স্বাভাবিকভাবেই সেই সময়ে এই চোকার ট্রেন্ডে চলে এসেছিল। এখন আবার ফিরে এসেছে সেই চোকারের জনপ্রিয়তা। তবে আগে শুধু চিকন বা মোটা রিবন বা বেল্ট দিয়ে বানানো চোকারগুলো বেশি জনপ্রিয় ছিল। আর এখন মাল্টি লেয়ারড চোকার বেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে সোনা, রুপা, হিরা, অক্সিডাইজ, বিডস, পার্ল সব ম্যাটেরিয়ালের চোকার ট্রেন্ডে আছে।

মডেল: মার্শিয়া। ছবি সৌজন্য: ওয়্যার হাউজহেডব্যান্ড
সত্তরের দশকের এই ফ্যাশন অনুষঙ্গটি আবার ফিরে আসবে, তা খুব বেশি ধারণা করেননি ফ্যাশন গুরুরা। এখন, বিশেষ করে বিয়ে, মেহেদি, গায়েহলুদ, ব্রাইডাল শাওয়ার এই অনুষ্ঠানগুলোতে ফ্লোরাল প্যাটার্ন, পার্ল কিংবা মেটালের হেডব্যান্ড ছাড়া যেন কনেদের সাজ পূর্ণ হয় না। এ ছাড়া ওয়েস্টার্ন লুক, বিচ লুকের সঙ্গে পরার জন্য মানানসই ও বিভিন্ন ডিজাইনের হেডব্যান্ড পাওয়া যাচ্ছে বাজারে।

লেদার জ্যাকেট
ষাট বা সত্তরের দশকে শীতকালের ফ্যাশনে আধিপত্য করেছে লেদার জ্যাকেট। সেই ফ্যাশন ট্রেন্ড আবারও ঘুরে এসেছে। আগে পেনসিল জিনসের সঙ্গে এই জ্যাকেট পরার চল ছিল বেশি। আর এখন স্কার্ট, শার্ট, লং শক্স, মিডি ড্রেসের সঙ্গে লেদার জ্যাকেট পরতে দেখা যায়।

রাফেল শাড়ি
হাল ফ্যাশনে ধীরে ধীরে ভালোভাবেই জায়গা করে নিচ্ছে ১৯৭০ দশকের জনপ্রিয় এই শাড়ির স্টাইলটি। বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড গানে অভিনেত্রীর শাড়ি থেকে সে সময়ে ফ্যাশনে জায়গা করে নিয়েছিল রাফেল শাড়ি। আজকাল এই রাফেল শাড়িগুলো রেডি শাড়ি হিসেবেও পাওয়া যাচ্ছে।

সূত্র: ভোগ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত