Ajker Patrika

বিটিভিতে তারকাদের নিয়ে ঈদের অনুষ্ঠান তারার মেলা

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৮: ৪৭
বিটিভিতে তারকাদের নিয়ে ঈদের অনুষ্ঠান  তারার মেলা

বাংলাদেশ টেলিভিশনে এবার ঈদের জন্য নির্মিত হয়েছে তারকাদের নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। উপস্থাপনা করেছেন মামনুন ইমন ও কুসুম শিকদার। ইমন বলেন, ‘জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। নাটক-সিনেমায় চরিত্রের প্রয়োজনে ঘোড়ার পিঠে চড়া হয়েছে বহুবার। তবে সঞ্চালক হিসেবে এবারই প্রথম ঘোড়ায় চেপে মঞ্চে উঠলাম। সম্ভবত দেশের কোনো উপস্থাপকের এমন অদ্ভুত অভিজ্ঞতা আগে হয়নি!’

নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর তারার মেলায় দর্শকেরা দেখতে পাবেন নিপুণ, ওমর সানী, ডিপজল, শবনম বুবলী, তানজিন তিশা, ইমরান, কনা ও নিশিতা বড়ুয়ার পারফরম্যান্স। ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে তিনটি গানের কোলাজে নাচবেন শবনম বুবলী ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া। ‘আকাশ প্রদীপ জ্বলে’ গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে।

এ ছাড়া বেশ কয়েকটি গেম শোতে অংশ নিয়েছেন তারকারা। বিশেষ পর্বে থাকবেন অভিনেতা ওমর সানী ও ডিপজল। থাকছে আরও নানা আকর্ষণ।

‘তারার মেলা’ প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। তিনি বলেন, ‘সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাশিল্পীকে নিয়ে আমরা দর্শকদের একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, অনুষ্ঠানটি সবার কাছেই উপভোগ্য হবে।’

তারার মেলা প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত