সম্পাদকীয়
যে সময়ে বাংলার, বিশেষ করে মুসলিম নারীদের বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ ছিল না, সেই সময়ে জোহরা বেগম কাজী উচ্চ শিক্ষিত হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন। তিনি উপমহাদেশের প্রথম বাঙালি নারী চিকিৎসক। ভারতের মধ্যপ্রদেশের রঞ্জনগাঁওয়ের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১২ সালের ১৫ অক্টোবর তাঁর জন্ম।
বাল্যকাল থেকেই সব শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের পরিচয় দেন। ১৯২৯ সালে আলিগড় মুসলিম মহিলা কলেজিয়েট স্কুল থেকে তিনি ম্যাট্রিক এবং ১৯৩১ সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ থেকে আইএ পাস করেন। এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধীনে দিল্লির হার্ডিঞ্জ মহিলা মেডিকেল কলেজ থেকে ১৯৩৫ সালে এমবিবিএস পাস করেন। মেডিকেল কলেজ থেকে প্রথম বিভাগে শীর্ষস্থান অধিকার করায় তিনি ব্রিটিশ-ভারতের ‘ভাইস রয়’ পদকে ভূষিত হন। তাঁর কর্মজীবনের সূচনা ঘটে ‘গান্ধী সেবাশ্রম’-এ। তিনি অবিভক্ত ভারতের বিভিন্ন হাসপাতালে ১৩ বছর চাকরি করেন।
দেশভাগের পর ঢাকায় চলে আসেন। ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দেন। এখানে তিনি স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এই বিভাগের প্রধান ও অনারারি প্রফেসর ছিলেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অনারারি কর্নেল ছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তাঁর অনন্য ভূমিকা ছিল। তিনি দ্বিতীয় বাঙালি নারী হিসেবে ১৯৫৫ সালে লন্ডনের রয়্যাল কলেজ অব অবসটেট্রিসিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে ‘ডিআরসিওজি’ ডিগ্রি অর্জন করেন। লন্ডন থেকে ‘এফসিপিএস’, ‘এফআরসিওজি’ ও ‘এমআরসিওজি’ ডিগ্রিও অর্জন করেন তিনি।
চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সাইক্লিস্ট, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। দীর্ঘকাল মানবতার সেবায় নিঃস্বার্থ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে তমঘা-ই-পাকিস্তান, বেগম রোকেয়া পদক, একুশে পদক (মরণোত্তর), বিএমএ স্বর্ণপদকসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান থেকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
তাঁর পৈতৃক বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের প্রখ্যাত কাজী পরিবারে। গুণী এই নারী ২০০৭ সালের ৭ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
যে সময়ে বাংলার, বিশেষ করে মুসলিম নারীদের বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ ছিল না, সেই সময়ে জোহরা বেগম কাজী উচ্চ শিক্ষিত হয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেন। তিনি উপমহাদেশের প্রথম বাঙালি নারী চিকিৎসক। ভারতের মধ্যপ্রদেশের রঞ্জনগাঁওয়ের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১২ সালের ১৫ অক্টোবর তাঁর জন্ম।
বাল্যকাল থেকেই সব শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের পরিচয় দেন। ১৯২৯ সালে আলিগড় মুসলিম মহিলা কলেজিয়েট স্কুল থেকে তিনি ম্যাট্রিক এবং ১৯৩১ সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ থেকে আইএ পাস করেন। এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধীনে দিল্লির হার্ডিঞ্জ মহিলা মেডিকেল কলেজ থেকে ১৯৩৫ সালে এমবিবিএস পাস করেন। মেডিকেল কলেজ থেকে প্রথম বিভাগে শীর্ষস্থান অধিকার করায় তিনি ব্রিটিশ-ভারতের ‘ভাইস রয়’ পদকে ভূষিত হন। তাঁর কর্মজীবনের সূচনা ঘটে ‘গান্ধী সেবাশ্রম’-এ। তিনি অবিভক্ত ভারতের বিভিন্ন হাসপাতালে ১৩ বছর চাকরি করেন।
দেশভাগের পর ঢাকায় চলে আসেন। ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দেন। এখানে তিনি স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এই বিভাগের প্রধান ও অনারারি প্রফেসর ছিলেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অনারারি কর্নেল ছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তাঁর অনন্য ভূমিকা ছিল। তিনি দ্বিতীয় বাঙালি নারী হিসেবে ১৯৫৫ সালে লন্ডনের রয়্যাল কলেজ অব অবসটেট্রিসিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে ‘ডিআরসিওজি’ ডিগ্রি অর্জন করেন। লন্ডন থেকে ‘এফসিপিএস’, ‘এফআরসিওজি’ ও ‘এমআরসিওজি’ ডিগ্রিও অর্জন করেন তিনি।
চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সাইক্লিস্ট, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। দীর্ঘকাল মানবতার সেবায় নিঃস্বার্থ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে তমঘা-ই-পাকিস্তান, বেগম রোকেয়া পদক, একুশে পদক (মরণোত্তর), বিএমএ স্বর্ণপদকসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান থেকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
তাঁর পৈতৃক বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের প্রখ্যাত কাজী পরিবারে। গুণী এই নারী ২০০৭ সালের ৭ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫