Ajker Patrika

প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে জয় পেল কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ৪১
প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে জয় পেল কুবি

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এটিএন বাংলা জাতীয় বিতর্কে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দল। গতকাল শনিবার সাড়ে ১১টায় এটিএন বাংলায় বিতর্কের চূড়ান্ত পর্ব সম্প্রচার করা হয়। টেলিভিশন বিতর্কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এটিই প্রথম জয়।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘এ সংসদ মনে করে, গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’। বিতর্কে সরকার দলে ছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা হলেন দীপ্তব্রত দাস, সাদিয়া আফরিন দীপা, আল নাইম, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুর রহমান। তাঁরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিজয়ী দলে সদস্য কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি দীপ্তব্রত দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আশা করি, আমাদের এই অর্জনের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।’ এ নিয়ে দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টেলিভিশন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত