শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে গতকাল শনিবার সকাল থেকে ছিল ফাঁকা। ঢাকাগামী যাত্রীবাহী বাসের দেখা এক-দেড় ঘণ্টা পরপর মিললেও ছিল বাড়তি ভাড়ার চাপ। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ঢাকা পর্যন্ত না যাওয়ার শর্তে যাত্রী তুলছিলেন বাস-সংশ্লিষ্টরা।
শর্ত মেনে যাত্রীদের উঠতে দেখা গেছে বাসে।
এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর, পাঁচ্চরসহ অন্যান্য বাসস্ট্যান্ডে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানের উদ্দেশে আসা কিছু কিছু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল সকালে এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় দেখা গেছে, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়নি। এরপর অনেক সময় পরপর দু-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী হতে দেখা গেছে। মহাসড়কে ঢাকাগামী কোনো যাত্রী দেখা যায়নি। মহাসড়ক যানবাহনশূন্য ছিল।
মুন্সিগঞ্জের লৌহজংগামী একটি পরিবারকে সূর্য্যনগর বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। পরিবারটি জানায়, পদ্মার ওপার যাবে, মুন্সিগঞ্জে; কিন্তু কোনো গাড়ি সেদিকে যাচ্ছে না। কীভাবে যাবে এখন? অনেক সময় তারা এখানে বসে আছে।
শিউলি আক্তার নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মুন্সিগঞ্জের শ্রীনগরে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না।
কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত হলেও তো যেতে পারতাম। পদ্মা পার হব কেমন করে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া না-ও হতে পারে। সেভাবেই যাত্রী তোলা হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন ছিল না।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলেছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম ছিল। যাত্রীবাহী বাস কম চলেছে।’
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে গতকাল শনিবার সকাল থেকে ছিল ফাঁকা। ঢাকাগামী যাত্রীবাহী বাসের দেখা এক-দেড় ঘণ্টা পরপর মিললেও ছিল বাড়তি ভাড়ার চাপ। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ঢাকা পর্যন্ত না যাওয়ার শর্তে যাত্রী তুলছিলেন বাস-সংশ্লিষ্টরা।
শর্ত মেনে যাত্রীদের উঠতে দেখা গেছে বাসে।
এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর, পাঁচ্চরসহ অন্যান্য বাসস্ট্যান্ডে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানের উদ্দেশে আসা কিছু কিছু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল সকালে এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় দেখা গেছে, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়নি। এরপর অনেক সময় পরপর দু-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী হতে দেখা গেছে। মহাসড়কে ঢাকাগামী কোনো যাত্রী দেখা যায়নি। মহাসড়ক যানবাহনশূন্য ছিল।
মুন্সিগঞ্জের লৌহজংগামী একটি পরিবারকে সূর্য্যনগর বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। পরিবারটি জানায়, পদ্মার ওপার যাবে, মুন্সিগঞ্জে; কিন্তু কোনো গাড়ি সেদিকে যাচ্ছে না। কীভাবে যাবে এখন? অনেক সময় তারা এখানে বসে আছে।
শিউলি আক্তার নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মুন্সিগঞ্জের শ্রীনগরে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না।
কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত হলেও তো যেতে পারতাম। পদ্মা পার হব কেমন করে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া না-ও হতে পারে। সেভাবেই যাত্রী তোলা হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন ছিল না।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলেছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম ছিল। যাত্রীবাহী বাস কম চলেছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫