Ajker Patrika

নামাজের রাকাতসংখ্যা বিভ্রাট

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫: ১১
নামাজের রাকাতসংখ্যা বিভ্রাট

প্রশ্ন: একাকী নামাজ পড়ার সময় মাঝেমধ্যে আমার মনে রাকাতসংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়—দুই রাকাত পড়েছি, নাকি তিন রাকাত। এমন সময় আমার করণীয় কী?

রহমত উল্লাহ, কুমিল্লা

উত্তর: নামাজের মধ্যেই রাকাতসংখ্যা নিয়ে সন্দেহ হলে আপনাকে সুস্থির হয়ে চিন্তা করতে হবে। যে সংখ্যার প্রতি প্রবল ধারণা হবে, সেটির ভিত্তিতেই নামাজ শেষ করবেন। আর কোনো এক সংখ্যার দিকে প্রবল ধারণা না হলে দুই সংখ্যার মধ্যে কম সংখ্যাটি ধরে নামাজ শেষ করবেন। এ ক্ষেত্রে প্রতি রাকাতে আপনাকে বৈঠক করে তাশাহহুদ পড়তে হবে এবং শেষ বৈঠকে সাহু সিজদা করতে হবে। তবে এমন সন্দেহ প্রথমবারের মতো হলে নামাজটি বাতিল হয়ে যাবে। নামাজ পুনরায় পড়তে হবে।

আর নামাজ শেষ করার পরপর রাকাতসংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে। অবশ্য নিশ্চিতভাবে রাকাত কম হওয়ার বিষয়টি স্মরণে এলে দাঁড়িয়ে তা পূর্ণ করে নেবেন এবং সাহু সিজদা করবেন। তবে ইতিমধ্যে যদি নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ করে ফেলেন, তাহলে নতুনভাবে সেই নামাজ আদায় করে নিতে হবে।

সূত্র: আদ্দুররুল মুখতার: ২ / ৯৩-৯৪; ফাতাওয়া হিন্দিয়া: ১ / ১৩০; বাদায়েউস সানায়ে: ১ / ৪০৪।

উত্তর দিয়েছেন

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন

গবেষণা বিভাগীয় প্রধান

মা’হাদুল ফিকরিল ইসলামী

বসুমতি, গুলশান, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত