Ajker Patrika

নির্বাচনী প্রচারে গ্রাম পুলিশের সদস্যরা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ১৬
Thumbnail image

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচার শুরু করেছেন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম। আর তাঁর নির্বাচনী প্রচারে গ্রাম পুলিশের সদস্যরা অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম তফসিল ঘোষণার আগেই নিজে প্রার্থী হবেন বলে ঘোষণা দেন। শুরু করেন প্রচার। তাঁর বাড়িতে ৯ ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা ও ভূরিভোজের আয়োজন করেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে নির্বাচনী প্রচার বাড়ান। তবে নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে, ‘কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারিবেন না।’

এদিকে অভিযোগ রয়েছে, চেয়ারম্যান প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য মো. আলমগীর, আবু নয়ন, দেলোয়ার হোসেন, বুলু আরা, রোজিনা আক্তার ও আবুল শামা।

এ বিষয়ে মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাজেম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যানপ্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা। তাঁরা মিটিংয়ের শৃঙ্খলা রক্ষা, খাবার সরবরাহ ও ভোটারদের কাছে ভোটপ্রার্থনা করেছেন। এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।’

মগনামা ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলমগীর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিভিন্ন কাজে আমরা চেয়ারম্যানের বাড়িতে যাই। কাজ শেষে ফিরে আসি। আমরা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করি না।’ নির্বাচনী প্রচারে তাঁদের ছবির কথা জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের মোবাইলে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে মগনামা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসেনি। তবে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, ‘গ্রাম পুলিশের সদস্যরা কোনোভাবে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত